২০ বছর পর বাগদাদে প্রথম ইউরোপীয় বিমান
রান্সের এগলিনা এজু এয়ারলাইনসের একটি বিমান গতকাল রোববার বাগদাদে অবতরণ করেছে। ১৯৯০ সালে ইরাকের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের পর এই প্রথম ইউরোপের কোনো বাণিজ্যিক বিমান ইরাকের মাটি স্পর্শ করল।
ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ছেড়ে আসা এয়ারবাস এ৩১৯ স্থানীয় সময় সকাল ছয়টায় ইরাকে পৌঁছায়। বিমানটিতে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী আনা মারি, ৪০ জন ব্যবসায়ীসহ ১১১ জন যাত্রী ছিলেন।
১৯৯০ সালে ইরাকের কুয়েত আগ্রাসনের পর আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পর থেকে ফ্রান্স ও ইরাকের মধ্যে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যায়।
ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ছেড়ে আসা এয়ারবাস এ৩১৯ স্থানীয় সময় সকাল ছয়টায় ইরাকে পৌঁছায়। বিমানটিতে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী আনা মারি, ৪০ জন ব্যবসায়ীসহ ১১১ জন যাত্রী ছিলেন।
১৯৯০ সালে ইরাকের কুয়েত আগ্রাসনের পর আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পর থেকে ফ্রান্স ও ইরাকের মধ্যে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যায়।
No comments