চীনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মেগি
ঘূর্ণিঝড় মেগি গতকাল শনিবার চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। এর প্রভাবে সেখানে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ে বাতাসের গতি ছিল ঘণ্টায় অন্তত ১৪০ কিলোমিটার। চীনের উপকূলে আঘাত হানার আগে এ ঝড়ে ইতিমধ্যে ফিলিপাইন ও তাইওয়ানে ৪৭ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে অন্তত ২৪ জন।
চীনের সরকারি টেলিভিশনে দেখানো হয়েছে, প্রবল ঝোড়ো হাওয়ায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের বেশ কিছু বিলবোর্ড ও গাছপালা উপড়ে পড়েছে। উপকূলে বিশাল ঢেউ আছড়ে পড়ছে। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ঝাংঝু শহরের পথঘাট ডুবে গেছে।
জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ আগেই দেশটির দক্ষিণাঞ্চল থেকে প্রায় দুই লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। স্থানীয় বন্যানিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, জরুরি ভিত্তিতে ওই এলাকা থেকে আরও অনেক লোককে সরিয়ে নেওয়া হতে পারে। এলাকায় ফেরি ও বিমান চলাচল বন্ধ রয়েছে। ফুজিয়ানের শিয়ামিন শহরের বিমানবন্দরের অন্তত ৮০টি নিয়মিত ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর আগে মেগির আঘাতে ফিলিপাইনে ৩৬ জন ও তাইওয়ানে ১১ জনের মৃত্যু হয়েছে।
চীনের সরকারি টেলিভিশনে দেখানো হয়েছে, প্রবল ঝোড়ো হাওয়ায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের বেশ কিছু বিলবোর্ড ও গাছপালা উপড়ে পড়েছে। উপকূলে বিশাল ঢেউ আছড়ে পড়ছে। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ঝাংঝু শহরের পথঘাট ডুবে গেছে।
জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ আগেই দেশটির দক্ষিণাঞ্চল থেকে প্রায় দুই লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। স্থানীয় বন্যানিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, জরুরি ভিত্তিতে ওই এলাকা থেকে আরও অনেক লোককে সরিয়ে নেওয়া হতে পারে। এলাকায় ফেরি ও বিমান চলাচল বন্ধ রয়েছে। ফুজিয়ানের শিয়ামিন শহরের বিমানবন্দরের অন্তত ৮০টি নিয়মিত ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর আগে মেগির আঘাতে ফিলিপাইনে ৩৬ জন ও তাইওয়ানে ১১ জনের মৃত্যু হয়েছে।
No comments