অবরোধ সত্ত্বেও ইরানে জ্বালানি সরবরাহে আগ্রহী রাশিয়া
ইরানে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়ার কোম্পানিগুলো। গতকাল বুধবার রুশ জ্বালানিমন্ত্রী এ কথা বলেন। ইরানের তেল ও গ্যাস খাত লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের একতরফা অবরোধ আরোপ সত্ত্বেও ইরানে তেল রপ্তানির আগ্রহের কথা জানাল মস্কো।
রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সামাতকো বলেন, রাশিয়ার কোম্পানিগুলো ইরানে তেল পণ্য সরবরাহের জন্য প্রস্তুত। বাণিজ্যিকভাবে লাভজনক হলে ইরানে তেল পণ্য সরবরাহের সম্ভাবনা রয়েছে।
গত মাসে ইরানের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
মস্কোয় ইরানি তেলমন্ত্রী মাসুদ মির কাজেমির সঙ্গে বৈঠকের পর রুশ জ্বালানিমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না।’ রুশ বার্তা সংস্থাগুলো এ খবর জানায়।
ইরান বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। বিশ্বের মোট তেলের ১০ শতাংশ ইরানে মজুদ রয়েছে। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরবের পরই ইরান সবচেয়ে বেশি তেল উৎপাদন করে থাকে।
কিন্তু পরিশোধন করতে না পারার কারণে অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য ইরানকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করতে হয়।
রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সামাতকো বলেন, রাশিয়ার কোম্পানিগুলো ইরানে তেল পণ্য সরবরাহের জন্য প্রস্তুত। বাণিজ্যিকভাবে লাভজনক হলে ইরানে তেল পণ্য সরবরাহের সম্ভাবনা রয়েছে।
গত মাসে ইরানের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
মস্কোয় ইরানি তেলমন্ত্রী মাসুদ মির কাজেমির সঙ্গে বৈঠকের পর রুশ জ্বালানিমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না।’ রুশ বার্তা সংস্থাগুলো এ খবর জানায়।
ইরান বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। বিশ্বের মোট তেলের ১০ শতাংশ ইরানে মজুদ রয়েছে। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরবের পরই ইরান সবচেয়ে বেশি তেল উৎপাদন করে থাকে।
কিন্তু পরিশোধন করতে না পারার কারণে অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য ইরানকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করতে হয়।
No comments