ক্রিকেটার ডেভিড ক্যামেরন
রাজনীতিতে নয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবার তাঁর দক্ষতা দেখালেন ব্যাটসম্যান হিসেবে! ভারতের কিংবদন্তি বোলার কপিল দেবের বলে যেভাবে ব্যাট চালালেন, তাতে মনে হলো, রাজনীতি বাদ দিয়ে ক্রিকেটমাঠে নামলেও খুব একটা ভুল করতেন না তিনি।
আজ বৃহস্পতিবার দিল্লিতে কমনওয়েলথ গেমসের ভেন্যু হিসেবে ন্যাশনাল স্টেডিয়াম পরিদর্শন করতে এসে ক্রিকেটারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর তিনি স্টেডিয়ামের সংস্কারকাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের শুভকামনা জানান।
এ সময় কপিল দেব ছাড়াও ভারতের আরেক সাবেক ক্রিকেটার বিষেন সিং বেদি, অ্যাথলেট মিলখা সিং ও পি টি ঊষা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভারতের রাজধানী দিল্লিতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দিল্লিতে কমনওয়েলথ গেমসের ভেন্যু হিসেবে ন্যাশনাল স্টেডিয়াম পরিদর্শন করতে এসে ক্রিকেটারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর তিনি স্টেডিয়ামের সংস্কারকাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের শুভকামনা জানান।
এ সময় কপিল দেব ছাড়াও ভারতের আরেক সাবেক ক্রিকেটার বিষেন সিং বেদি, অ্যাথলেট মিলখা সিং ও পি টি ঊষা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভারতের রাজধানী দিল্লিতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে।
No comments