মানচিনির চোখে ম্যান সিটির ব্যয়
ফাঁকা চেক লিখে নিয়ে খেলোয়াড়দের পেছনে ঘুরে বেড়ানোর প্রবণতাটা কমেছে ম্যানচেস্টার সিটির। তবে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে খেলোয়াড় কেনা বন্ধ হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির। এই তো কদিন আগেই লাৎসিও থেকে আলেক্সান্দার কোলারভকে এনেছে তারা ৮০ মিলিয়ন পাউন্ডে। এখন টাকার বস্তা নিয়ে ঘুরছে জেমস মিলনার, মারিও বালোতেল্লি ও ফার্নান্দো তোরেসের জন্য। এ নিয়ে প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলো এটা-ওটা বলেই যাচ্ছে। ম্যানসিটি কোচ রবার্তো মানচিনির কথা, বড় ক্লাবগুলো আসলে তাদের ভয় পাচ্ছে।
ভয় তো পাওয়ারই কথা। মানচিনি ম্যানসিটিতে এসেছেন মাত্রই ৭ মাস হলো, এর মধ্যেই তাঁর ক্লাব যে টাকা খেলোয়াড় কিনতে খরচ করেছে, সেটা নাকি প্রিমিয়ার লিগের ওপরের দিকের ১৪টি ক্লাবের মিলিত ব্যয়ের সমান। কিন্তু মানচিনির কথা, ‘এটাই তো স্বাভাবিক। কারণ ম্যানসিটি এখন উন্নতি করতে চাইছে। আর অন্য বড় দলগুলো এরই মধ্যে উন্নতি করে ফেলেছে।’
ভয় তো পাওয়ারই কথা। মানচিনি ম্যানসিটিতে এসেছেন মাত্রই ৭ মাস হলো, এর মধ্যেই তাঁর ক্লাব যে টাকা খেলোয়াড় কিনতে খরচ করেছে, সেটা নাকি প্রিমিয়ার লিগের ওপরের দিকের ১৪টি ক্লাবের মিলিত ব্যয়ের সমান। কিন্তু মানচিনির কথা, ‘এটাই তো স্বাভাবিক। কারণ ম্যানসিটি এখন উন্নতি করতে চাইছে। আর অন্য বড় দলগুলো এরই মধ্যে উন্নতি করে ফেলেছে।’
No comments