ইরানি নারীকে পাথর ছুড়ে হত্যার সিদ্ধান্ত আপাতত স্থগিত
ইরানে ব্যভিচারের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নারী সাকিনে মোহাম্মদী আশতিয়ানিকে আপাতত পাথর ছুড়ে হত্যা করা হচ্ছে না। ইরানের বিচার বিভাগের প্রধানের নির্দেশে পাথর ছুড়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত রোববার বিচার বিভাগের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে এ কথা জানানো হয়।
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের বিচার বিভাগের প্রধান মালেক আজদার শরিফি বলেন, সাকিনে একটি ঘৃণ্য অপরাধ করলেও তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে। বিচার বিভাগীয় প্রধান যখন সিদ্ধান্ত নেবেন, তখনই তাঁর দণ্ডাদেশ কার্যকর করা হবে।
আজদার শরিফি বলেন, সাকিনের অপরাধের জন্য যে রায় দেওয়া হয়েছে, তা নিশ্চিতভাবেই কার্যকর করা হবে। এটি তাঁর ক্ষেত্রে প্রযোজ্যও বটে। কিন্তু মানবিক দিক বিবেচনা করে এবং বিচার বিভাগের প্রধানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এ রায় আপাতত কার্যকর করা হচ্ছে না
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের বিচার বিভাগের প্রধান মালেক আজদার শরিফি বলেন, সাকিনে একটি ঘৃণ্য অপরাধ করলেও তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে। বিচার বিভাগীয় প্রধান যখন সিদ্ধান্ত নেবেন, তখনই তাঁর দণ্ডাদেশ কার্যকর করা হবে।
আজদার শরিফি বলেন, সাকিনের অপরাধের জন্য যে রায় দেওয়া হয়েছে, তা নিশ্চিতভাবেই কার্যকর করা হবে। এটি তাঁর ক্ষেত্রে প্রযোজ্যও বটে। কিন্তু মানবিক দিক বিবেচনা করে এবং বিচার বিভাগের প্রধানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এ রায় আপাতত কার্যকর করা হচ্ছে না
No comments