৮৬৫ গ্রামের দখল নিয়ে সম্মুখ সমরে মহারাষ্ট্র-কর্নাটক
গ্রামের দখল সংঘাতে জড়িয়ে পড়তে চলেছে ভারতের মহারাষ্ট্র ও কর্নাটক রাজ্য দুটি। মারাঠিভাষী অধ্যুষিত ৮৬৫টি গ্রাম কর্নাটকের কাছ থেকে ফিরে পেতে চাইছে মহারাষ্ট্রের মানুষ। এ ব্যাপারে মহারাষ্ট্রের সবকটি রাজনৈতিক দল একই সঙ্গে লড়ছে।আজ মঙ্গলবার এ ব্যপারে কংগ্রেসের নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চ্যাবন জানান, মহারাষ্ট্রের লোকজনের ভাবাবেগের ব্যাপারটি কেন্দ্র সরকারকে বোঝানো হবে।শিবসেনা দল তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানিয়েছে, যেকোনো মূল্যে তারা কর্নাটকের ওই গ্রামগুলোকে মহারাষ্ট্রে অন্তর্ভুক্ত করবেই।মহারাষ্ট্র সীমান্ত লড়াইয়ে নামার সঙ্গে সঙ্গে কর্নাটকও পিছিয়ে নেই। তারা ওই ৮৬৫টি গ্রাম ছাড়তে নারাজ।
এর আগে মুম্বাই শহরকে পেতে মারাঠিরা লড়াইয়ে নামে প্রায় ৫০ বছর আগে। তখন ‘আমছি মুম্বাই’ অর্থাত্ আমাদের মুম্বাই শ্লোগান তুলে রক্তক্ষয়ী সংঘর্ষের পর মুম্বাইকে ছিনিয়ে নেয় এবং মুম্বাই শহরকে মহারাষ্ট্রের রাজধানী করা হয়। এবারও তেমনই শ্লোগান তুলেছে শিবসেনা দল। ফলে একই দেশের মধ্যে দুই রাজ্যের মধ্যে লড়াই শুরু হয়ে গেল।
এর আগে মুম্বাই শহরকে পেতে মারাঠিরা লড়াইয়ে নামে প্রায় ৫০ বছর আগে। তখন ‘আমছি মুম্বাই’ অর্থাত্ আমাদের মুম্বাই শ্লোগান তুলে রক্তক্ষয়ী সংঘর্ষের পর মুম্বাইকে ছিনিয়ে নেয় এবং মুম্বাই শহরকে মহারাষ্ট্রের রাজধানী করা হয়। এবারও তেমনই শ্লোগান তুলেছে শিবসেনা দল। ফলে একই দেশের মধ্যে দুই রাজ্যের মধ্যে লড়াই শুরু হয়ে গেল।
No comments