মুম্বাই হামলায় জড়িত সন্দেহভাজন পাকিস্তানি জিম্বাবুয়েতে আটক
মুম্বাই সন্ত্রাসী হামলায় জড়িত এক সন্দেহভাজনসহ দুই পাকিস্তানি নাগরিককে আটক করেছে জিম্বাবুয়ের পুলিশ। সন্দেহভাজন ৩৩ বছর বয়সী ইমরান মুহাম্মদ ও তাঁর সহযোগী সড়ক পথে জিম্বাবুয়ে থেকে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার চেষ্টা করছিল। জিম্বাবুয়ের রাষ্ট্র-নিয়ন্ত্রিত পত্রিকা হেরাল্ড গতকাল শনিবার এ তথ্য জানায়।
পুলিশের মুখপাত্র ওয়েনে বুজিজেনা জানান, ২০ জুন কেনিয়ার ভুয়া পাসপোর্ট দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। তাঁদের ব্যাপারে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে।
তবে দক্ষিণ আফ্রিকায় তাঁদের প্রবেশের প্রচেষ্টার উদ্দেশ্য সম্পর্কে বুজিজেনা জানান, পূর্ণ তদন্তের পরই এ বিষয়ে জানা সম্ভব হবে।
বিশ্বকাপ শুরুর পর থেকেই জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে।
পুলিশের মুখপাত্র ওয়েনে বুজিজেনা জানান, ২০ জুন কেনিয়ার ভুয়া পাসপোর্ট দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। তাঁদের ব্যাপারে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে।
তবে দক্ষিণ আফ্রিকায় তাঁদের প্রবেশের প্রচেষ্টার উদ্দেশ্য সম্পর্কে বুজিজেনা জানান, পূর্ণ তদন্তের পরই এ বিষয়ে জানা সম্ভব হবে।
বিশ্বকাপ শুরুর পর থেকেই জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে।
No comments