মিসরে চার হাজার লোকের সন্ত্রাসবিরোধী বিক্ষোভে এল বারাদি
মিসরের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ এল বারাদি গত শুক্রবার সন্ত্রাসবিরোধী এক বিক্ষোভে নেতৃত্ব দেন। আলেকজান্দ্রিয়ায় অনুষ্ঠিত এ বিক্ষোভে সাধারণ মানুষসহ ভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রায় চার হাজার মানুষ অংশ নেয়।
৬৮ বছর বয়সী জাতিসংঘের সাবেক পরমাণু পরিদর্শক এল বারাদি আলেকজান্দ্রিয়ায় পৌঁছানোর পর সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন জানায়। খালেদ মোহাম্মদ সাঈদ নামের একজন মিসরীয় নাগরিকের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তিনি সেখানে যান। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, পুলিশের পিটুনিতে তাঁর মৃত্যু হয়।
এ বিক্ষোভের মাধ্যমে এল বারাদি এই মাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে এলেন। এ মাসের শুরুতে তিনি সপরিবারে এক সমাবেশে হাজির হন।
৬৮ বছর বয়সী জাতিসংঘের সাবেক পরমাণু পরিদর্শক এল বারাদি আলেকজান্দ্রিয়ায় পৌঁছানোর পর সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন জানায়। খালেদ মোহাম্মদ সাঈদ নামের একজন মিসরীয় নাগরিকের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তিনি সেখানে যান। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, পুলিশের পিটুনিতে তাঁর মৃত্যু হয়।
এ বিক্ষোভের মাধ্যমে এল বারাদি এই মাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে এলেন। এ মাসের শুরুতে তিনি সপরিবারে এক সমাবেশে হাজির হন।
No comments