মৃতদের সংঘ!
মৃত মানুষেরাও নিজেদের দাবি আদায়ের জন্য সংগঠন করেছেন! খবরটা একটু অবিশ্বাস্য শোনালেও এ ধরনের একটি সংগঠনের খবর মিলেছে ভারতের উত্তর প্রদেশে। মৃত ৪৭০ ব্যক্তি গড়ে তুলেছেন এই সংগঠন। তবে আসলে তাঁরা কেউ কিন্তু মৃত নন। উত্তর প্রদেশের সরকারি খাতায় ভুলবশত তাঁদের মৃত বলে দেখানো হয়েছে। তাই এসব মৃত ব্যক্তি তাঁদের দাবিদাওয়া আদায়ের জন্য গড়ে তুলেছেন ‘মৃতক সংঘ’।
৩০ জুন সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই মৃতক সংঘ পালন করতে যাচ্ছে ‘পুনর্জন্ম দিবস’। আর এ দিনেই রাজ্য সরকারের কাছে তুলে ধরবেন তাঁদের বিভিন্ন দাবির কথা।
প্রসঙ্গত, এই মৃতক সংঘের প্রতিষ্ঠাতা লাল বিহারীকে ১৯৭৬ সাল থেকে সরকারের খাতায় মৃত দেখানো হচ্ছে।
৩০ জুন সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই মৃতক সংঘ পালন করতে যাচ্ছে ‘পুনর্জন্ম দিবস’। আর এ দিনেই রাজ্য সরকারের কাছে তুলে ধরবেন তাঁদের বিভিন্ন দাবির কথা।
প্রসঙ্গত, এই মৃতক সংঘের প্রতিষ্ঠাতা লাল বিহারীকে ১৯৭৬ সাল থেকে সরকারের খাতায় মৃত দেখানো হচ্ছে।
No comments