ব্রিটেনের শীর্ষ বোমা অপসারণ কর্মকর্তা সেডনের পদত্যাগ
ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় বোমা অপসারণ কর্মকর্তা কর্নেল বব সেডন পদত্যাগ করেছেন। আফগানিস্তানে তাঁর বোমা অপসারণ দলের ওপর চাপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করার পর তিনি এ সিদ্ধান্ত নেন। গত রোববার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানা যায়। কর্নেল সেডন এখন রয়্যাল লজিস্টিকস কোরের গোলাবারুদবিষয়ক প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
No comments