আমলা-ক্যালিসের ব্যাটে দক্ষিণ আফ্রিকা ৩০০

আগের ম্যাচে হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের জোড়া সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকা করেছিল ২৮০ রান। কাল অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পাননি কোনো প্রোটিয়া ব্যাটসম্যানই। তবু দলের স্কোর ছুঁয়ে ফেলেছে তিন শ। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া গ্রায়েম স্মিথের দল ৫ উইকেটে করেছে ৩০০ রান। জবাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ১৯ ওভারে ২ উইকেটে ৮১ রান করেছে।
দক্ষিণ আফ্রিকার এই স্কোরের পেছনে বড় অবদান আমলার। সেঞ্চুরি না পেলেও আগের ম্যাচের ফর্মটাই ধরে রেখে করেছেন ৯২ রান। ৯৫ বলের এই ইনিংসে তিনি চার মেরেছেন ৭টি। আমলার পরে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান জ্যাক ক্যালিসের। ৮৯ বলের এই ইনিংসে আছে ৪টি চার। তবে আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স করেছেন ৪১ রান।
ওপেনিং জুটিতে অধিনায়ক গ্রায়েম স্মিথ (৩৭) এবং দ্বিতীয় উইকেট জুটিতে ক্যালিসকে নিয়ে ৮৯ ও ৭৯ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন আমলা। এরপর ভিলিয়ার্সের ৩৫ বলে ৪১ এবং মিলারের ১৯ বলে ২৬ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে তিন শ ছুঁতে সাহায্য করে।

No comments

Powered by Blogger.