যুক্তরাষ্ট্রে নিষ্প্রাণ ক্রিকেট
যুক্তরাষ্ট্রে ক্রিকেটের পরীক্ষা-নিরীক্ষাটা মনে হয় ব্যর্থই হলো। উত্তেজনা আর ধুমধাড়াক্কা ক্রিকেটের কথা ভেবে বাস্কেটবল-বেসবলের দেশে করা হয়েছিল টি-টোয়েন্টির আয়োজন। কিন্তু দুটি ম্যাচই হলো একতরফা, চার-ছয়ের বন্যা দূরের কথা, মন্থর উইকেটে টিকে থাকারই পরীক্ষা দিতে হয়েছে ব্যাটসম্যানদের। প্রথম ম্যাচে ১২০ রান করেও ২৮ রানে জেতা নিউজিল্যান্ড পরশু অলআউট হয়েছে নিজেদের সর্বনিম্ন স্কোর ৮১ রানে। ৭ উইকেটে জিতে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে শ্রীলঙ্কা।
পরশু ফ্লোরিডার লাউডারহিলে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ৮১ রানের ৬৩-ই এসেছে নাথান ম্যাককালাম (৩৬*) ও ড্যানিয়েল ভেট্টোরির (২৭) ব্যাট থেকে। দলের তৃতীয় সর্বোচ্চ রস টেলরের ৫! ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই ৩ উইকেট নেন নুয়ান কুলাসেকারা, ৩ উইকেট নেন লাসিথ মালিঙ্গাও। তিলকরত্নে দিলশানের অপরাজিত ৩৬ এবং জয়াবর্ধনে (১২ বলে ১৭) ও থিসারা পেরেরার (১৭ বলে ২৪) দুটি ক্যামিওতে শ্রীলঙ্কা লক্ষ্যে পৌঁছে ২৭ বল বাকি থাকতেই।
পরশু ফ্লোরিডার লাউডারহিলে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ৮১ রানের ৬৩-ই এসেছে নাথান ম্যাককালাম (৩৬*) ও ড্যানিয়েল ভেট্টোরির (২৭) ব্যাট থেকে। দলের তৃতীয় সর্বোচ্চ রস টেলরের ৫! ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই ৩ উইকেট নেন নুয়ান কুলাসেকারা, ৩ উইকেট নেন লাসিথ মালিঙ্গাও। তিলকরত্নে দিলশানের অপরাজিত ৩৬ এবং জয়াবর্ধনে (১২ বলে ১৭) ও থিসারা পেরেরার (১৭ বলে ২৪) দুটি ক্যামিওতে শ্রীলঙ্কা লক্ষ্যে পৌঁছে ২৭ বল বাকি থাকতেই।
No comments