আফগানিস্তানে প্রতিজন ন্যাটো সেনার ‘জীবনের মূল্য’ ২ হাজার ৪০০ ডলার

আফগানিস্তানে ন্যাটো সেনাদের প্রতিজনের জীবনের দাম দুই হাজার ৪০০ ডলার (প্রায় দুই লাখ পাকিস্তানি রুপি)। সেখানে তালেবান জঙ্গিরা যেকোনো একজন ন্যাটো সেনাকে হত্যা করতে পারলেই হত্যাকারীর হাতে পুরস্কার হিসেবে ওই পরিমাণ অর্থ তুলে দেওয়া হয়। আফগানিস্তানের একাধিক তালেবান কমান্ডার এ কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন, বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে আদায় করা নিরাপত্তা কর, আফিমচাষিদের ওপর আরোপিত কর এবং দুবাই হয়ে আসা উপসাগরীয় দেশগুলোর সাহায্য থেকে পুরস্কারের এ অর্থ সরবরাহ করা হয়।
কমান্ডাররা জানিয়েছেন, গত বছরের তুলনায় বর্তমানে পুরস্কারের অর্থের পরিমাণ দ্বিগুণেরও বেশি করা হয়েছে। সেনাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার জন্য তারা নিজস্ব সংবাদদাতা, গণমাধ্যমে আসা খবর ও স্থানীয় জনগণের বক্তব্যের ওপর নির্ভর করে। পুরস্কারের অর্থ হস্তান্তরের সময় রীতিমতো আনন্দ উৎসব ও খানাপিনার আয়োজন করা হয়। কেউ কোনো অস্ত্র উদ্ধার করে আনতে পারলে তাঁকেও পুরস্কৃত করা হয়। প্রতিটি আগ্নেয়াস্ত্রের জন্য এক হাজার মার্কিন ডলার দেওয়া হয়।

No comments

Powered by Blogger.