ফেদেরারের সহজ জয়
এই প্যারিসেই পূর্ণ হয়েছিল ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম। গত বছর এখানেই জিতেছিলেন অধরা ফ্রেঞ্চ ওপেন। টেনিসের বরপুত্র রজার ফেদেরার এবার নেমেছেন ১৭তম গ্র্যান্ড স্লামের অভিযানে। অভিযানের প্রথম ধাপটা ভালোভাবেই পার করলেন কাল। প্রথম রাউন্ডে ৬-৪, ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার পিটার লুসাককে। ফেদেরারের মতো জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেন শুরু করেছেন তৃতীয় বাছাই নোভাক জোকোভিচ, টমাস বার্ডিচ। মেয়েদের বিভাগে জিতেছেন ভেনাস ও সহোদরা সেরেনা উইলিয়ামস, এলেনা দেমেন্তিয়েভা ও লি না।
এই মৌসুমে এখন পর্যন্ত কোনো ক্লে-কোর্টের টুর্নামেন্টের শিরোপা হাতে তুলতে পারেননি ফেদেরার। গত সপ্তাহে মাদ্রিদ মাস্টার্সে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের কাছে হেরেছেন। এখানেও কি আরেকটি ফেদেরার-নাদাল দ্বৈরথ দেখবে টেনিস-বিশ্ব? টানা ৪২টি গ্র্যান্ড স্লামে খেলা ফেদেরার কিন্তু আগ থেকে কিছুই বলতে চাইছেন না, ‘ও এখন দারুণ ফর্মে আছে। তবে আমি শুধু আমার অর্ধের ড্র নিয়েই ভাবছি। ফাইনাল তো এখনো আসেনি।’
ফ্রেঞ্চ ওপেনের আগে প্রস্তুতিটা মনের মতো হয়নি সার্বিয়ার জোকোভিচের। কদিন আগেও ভুগছিলেন অ্যালার্জির সমস্যায়। তার পরও কাজাখস্তানের ইভগেনি কোরোলেভকে ৬-১, ৩-৬, ৬-১, ৬-৩ গেমে হারিয়ে দিলেন ২০০৮-এর অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন। তবে নিজের খেলায় মোটেও খুশি হতে পারেননি চীনের মেয়ে লি না। ফ্রান্সের ১৭ বছর বয়সী ক্রিস্টিনা ম্লেদেনোভিচকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়েও বললেন, ‘এই মৌসুমের সবচেয়ে বাজে টেনিস খেললাম আজ (গতকাল)।’ লি নার তুলনায় সেরেনার জয়টা যথেষ্টই ঘাম ঝরানো, ৭-৬ (৭/২), ৬-২ গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের স্টেফানি ভোয়েজেলকে। ভেনাস জিতেছেন প্যাটি স্নাইডারের বিপক্ষে (৬-৩, ৬-৩)।
এই মৌসুমে এখন পর্যন্ত কোনো ক্লে-কোর্টের টুর্নামেন্টের শিরোপা হাতে তুলতে পারেননি ফেদেরার। গত সপ্তাহে মাদ্রিদ মাস্টার্সে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের কাছে হেরেছেন। এখানেও কি আরেকটি ফেদেরার-নাদাল দ্বৈরথ দেখবে টেনিস-বিশ্ব? টানা ৪২টি গ্র্যান্ড স্লামে খেলা ফেদেরার কিন্তু আগ থেকে কিছুই বলতে চাইছেন না, ‘ও এখন দারুণ ফর্মে আছে। তবে আমি শুধু আমার অর্ধের ড্র নিয়েই ভাবছি। ফাইনাল তো এখনো আসেনি।’
ফ্রেঞ্চ ওপেনের আগে প্রস্তুতিটা মনের মতো হয়নি সার্বিয়ার জোকোভিচের। কদিন আগেও ভুগছিলেন অ্যালার্জির সমস্যায়। তার পরও কাজাখস্তানের ইভগেনি কোরোলেভকে ৬-১, ৩-৬, ৬-১, ৬-৩ গেমে হারিয়ে দিলেন ২০০৮-এর অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন। তবে নিজের খেলায় মোটেও খুশি হতে পারেননি চীনের মেয়ে লি না। ফ্রান্সের ১৭ বছর বয়সী ক্রিস্টিনা ম্লেদেনোভিচকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়েও বললেন, ‘এই মৌসুমের সবচেয়ে বাজে টেনিস খেললাম আজ (গতকাল)।’ লি নার তুলনায় সেরেনার জয়টা যথেষ্টই ঘাম ঝরানো, ৭-৬ (৭/২), ৬-২ গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের স্টেফানি ভোয়েজেলকে। ভেনাস জিতেছেন প্যাটি স্নাইডারের বিপক্ষে (৬-৩, ৬-৩)।
No comments