বাবরি মসজিদ ধ্বংসে সমর্থকদের উসকে দেন আদভানি
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করতে সমর্থকদের উসকে দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর এক বক্তৃতায় তিনি মসজিদের জায়গাতেই মন্দির নির্মাণের ঘোষণা দেন। এরপর মসজিদে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়।’
গতকাল শুক্রবার ভারতের পুলিশ বাহিনীর (আইপিএস) জ্যেষ্ঠ কর্মকর্তা আনজু গুপ্ত আদালতে এ কথা বলেন। বর্তমানে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে (আরএডব্লিউ) কর্মরত আনজু ওই সময় বিজেপির নেতা আদভানির ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।
আনজু গুপ্ত আদালতে বলেন, ‘বিজেপির নেতা আদভানিকে ফৈজাবাদ সীমান্তে আমি অভ্যর্থনা জানাই। তাঁকে বাবরি মসজিদ থেকে মাত্র দেড় শ মিটার দূরে রামকথা কুঞ্জে নেওয়া হয়। ওই সময় কালরাজ মিশ্র, মুরলি মনোহর যোশি, উমা ভারতী, বিনয় কাতিয়ার, গিরিরাজ কিশোর, অশোক সিংহল ও প্রমোদ মহাজনসহ দলটির অনেক নেতা সেখানে উপস্থিত ছিলেন।’
আদভানি তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, বাবরি মসজিদের জায়গাতেই মন্দির নির্মাণ করা হবে। এ সময় বিজেপির নেতা বিনয় কাটিয়ত উসকানিমূলক বক্তব্য দিয়ে উপস্থিত সবাইকে খেপিয়ে তোলেন। এতে উদ্বুদ্ধ হয়ে ‘সমথর্করা’ মসজিদ ধ্বংস করতে এগিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে গতকাল আদালত আনজু গুপ্তের বিবৃতি রেকর্ড করেন। টাইমস অব ইন্ডিয়া।
গতকাল শুক্রবার ভারতের পুলিশ বাহিনীর (আইপিএস) জ্যেষ্ঠ কর্মকর্তা আনজু গুপ্ত আদালতে এ কথা বলেন। বর্তমানে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে (আরএডব্লিউ) কর্মরত আনজু ওই সময় বিজেপির নেতা আদভানির ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।
আনজু গুপ্ত আদালতে বলেন, ‘বিজেপির নেতা আদভানিকে ফৈজাবাদ সীমান্তে আমি অভ্যর্থনা জানাই। তাঁকে বাবরি মসজিদ থেকে মাত্র দেড় শ মিটার দূরে রামকথা কুঞ্জে নেওয়া হয়। ওই সময় কালরাজ মিশ্র, মুরলি মনোহর যোশি, উমা ভারতী, বিনয় কাতিয়ার, গিরিরাজ কিশোর, অশোক সিংহল ও প্রমোদ মহাজনসহ দলটির অনেক নেতা সেখানে উপস্থিত ছিলেন।’
আদভানি তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, বাবরি মসজিদের জায়গাতেই মন্দির নির্মাণ করা হবে। এ সময় বিজেপির নেতা বিনয় কাটিয়ত উসকানিমূলক বক্তব্য দিয়ে উপস্থিত সবাইকে খেপিয়ে তোলেন। এতে উদ্বুদ্ধ হয়ে ‘সমথর্করা’ মসজিদ ধ্বংস করতে এগিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে গতকাল আদালত আনজু গুপ্তের বিবৃতি রেকর্ড করেন। টাইমস অব ইন্ডিয়া।
No comments