আবারও টেন্ডুলকার-মণ্ডিত জয় মুম্বাইয়ের
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসকে জেতাতে আগের ম্যাচে শচীন টেন্ডুলকার ৪৮ বলে করেছিলেন অপরাজিত ৭১ রান। আর পরশু মুম্বাইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ করে দলকে জেতালেন ৫ উইকেটে। প্রথমে ব্যাট করে চেন্নাই সুরেশ রায়না (৮৩*) ও সুব্রামানিয়াম বদ্রিনাথের (৫৫*) অপরাজিত জোড়া হাফ সেঞ্চুরিতে ১৮০ রান তোলে। কিন্তু এই স্কোরকে টপকে যেতে মুম্বাইয়ের পক্ষে (১৮১/৫) টেন্ডুলকার ছাড়াও বড় ভূমিকা রাখেন ধাওয়ান (৫৬)।
এদিকে কাল মোতেরায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়ে ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান করেছে।
এদিকে কাল মোতেরায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়ে ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান করেছে।
No comments