জিম্বাবুয়ে দলে ফিরলেন ব্লিগনট
অ্যান্ডি ব্লিগনটকে মনে আছে? ২০০৪ সালে আরও ১৫ জন শ্বেতাঙ্গ সিনিয়র ক্রিকেটারের সঙ্গে ‘বিদ্রোহ’ করার পরিণতি হিসেবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড কর্তৃক বহিষ্কৃত হতে হয়েছিল। সেই ব্লিগনট প্রায় পাঁচ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেট মহাযজ্ঞের ১৫ সদস্যের জিম্বাবুয়ে দলে আছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার। ২০০৬ সালে জাতীয় অধিনায়ক হওয়ার সম্ভাবনা জাগিয়ে একবার দলে ফিরলেও বোর্ডের সঙ্গে টাকা-পয়সা নিয়ে মতদ্বৈধতার কারণে আর খেলেননি ৩১ বছর বয়সী এই জিম্বাবুইয়ান। এবার নিজের পারফরম্যান্স দিয়েই নজর কেড়েছেন নির্বাচকদের। এ বছরের জানুয়ারিতেই দলে ফেরার উজ্জ্বল সম্ভাবনা ছিল তাঁর। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে চার ইনিংসে ৩৭ গড়ে করেছেন ১১১ রান। একটি ম্যাচজয়ী হাফ সেঞ্চুরিও আছে তাঁর। ওয়েবসাইট।
জিম্বাবুয়ে দল: প্রসপার উতসেয়া (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, চার্লস কভেন্ট্রি, অ্যান্ডি ব্লিগনট, হ্যামিল্টন মাসাকাদজা, টাটেন্ডা টাইবু, গ্রেগ ল্যাম্ব, এলটন চিগুম্বুরা, ভুসি সিবান্দা, রে প্রাইস, গ্রায়েম ক্রেমার, চামু চিবাবা, ক্রিস পোফু, টিমাইসেন মারুমা, ক্রেইগ আরভিন।
জিম্বাবুয়ে দল: প্রসপার উতসেয়া (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, চার্লস কভেন্ট্রি, অ্যান্ডি ব্লিগনট, হ্যামিল্টন মাসাকাদজা, টাটেন্ডা টাইবু, গ্রেগ ল্যাম্ব, এলটন চিগুম্বুরা, ভুসি সিবান্দা, রে প্রাইস, গ্রায়েম ক্রেমার, চামু চিবাবা, ক্রিস পোফু, টিমাইসেন মারুমা, ক্রেইগ আরভিন।
No comments