বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিয়ো টেলিভিশনের সাংবাদিক হামিদ মীর বলেছেন, বাংলাদেশে ১৯৫২ সালের কৃতকর্মের জন্য পাকিস্তানের লজ্জিত হওয়া এবং বাংলাদেশের ও বাঙালিদের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় গত রোববার তিনি ব্যক্তিগত এ অভিমত ব্যক্ত করেন।
মহান শহীদ দিবস উপলক্ষে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের অনুষ্ঠানমালা শুরু হয় রোববার সকালে, হাইকমিশন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. মাহফুজুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশি শিশুশিল্পীরা একুশের গান পরিবেশন করে। শেষে পাকিস্তান ও বাংলাদেশের শিশুদের জন্য আয়োজিত মাতৃভাষা বিষয়ে পোস্টার অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ হাইকমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানের সাংবাদিক, শিক্ষাবিদ ও ইসলামাবাদের রুটস স্কুলের শিশুরা অনুষ্ঠানে যোগ দেয়।
মহান শহীদ দিবস উপলক্ষে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের অনুষ্ঠানমালা শুরু হয় রোববার সকালে, হাইকমিশন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. মাহফুজুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশি শিশুশিল্পীরা একুশের গান পরিবেশন করে। শেষে পাকিস্তান ও বাংলাদেশের শিশুদের জন্য আয়োজিত মাতৃভাষা বিষয়ে পোস্টার অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ হাইকমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানের সাংবাদিক, শিক্ষাবিদ ও ইসলামাবাদের রুটস স্কুলের শিশুরা অনুষ্ঠানে যোগ দেয়।
No comments