তবুও চীনকে ভালোবাসি বললেন দালাই লামা
তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা বলেছেন, তাঁর মাতৃভূমির ওপর বেইজিংয়ের সাংস্কৃতিক ‘দমনপীড়ন’ নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও তিনি তাঁর হূদয়ে চীনের জন্য ভালোবাসা অনুভব করেন। সিএনএনের টক-শো উপস্থাপক ল্যারি কিংয়ের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গত সোমবার সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
তবে সাক্ষাৎকারে দালাই লামা এটাও স্বীকার করেন যে কিছু কট্টরপন্থী নির্মম নিষ্ঠুর পন্থা অবলম্বন করেন, যা তাঁর মনে কষ্ট দেয়।
১৯৫৯ সালে দালাই লামা তিব্বত থেকে পালিয়ে যান। তারপর থেকে তিনি ভারতে বসবাস করছেন। তাঁকে বিচ্ছিন্ন করে রাখতে চীনের নানামুখী চেষ্টা সত্ত্বেও বিশ্বব্যাপী জনসমর্থন তৈরি করতে সক্ষম হন দালাই লামা।
চীনের প্রতিবাদ সত্ত্বেও গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে দালাই লামাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠকের প্রতিবাদে বেইজিংয়ে মার্কিন দূতকে ডেকে পাঠায় চীন।
দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিযুক্ত করে আসছে বেইজিং। কিন্তু দালাই লামা বলে আসছেন, তিনি তিব্বতের স্বাধীনতা চান না। চীনা শাসনের ভেতরে থেকে তিব্বতিদের জন্য আরও বেশি স্বায়ত্তশাসন চান তিনি।
তবে সাক্ষাৎকারে দালাই লামা এটাও স্বীকার করেন যে কিছু কট্টরপন্থী নির্মম নিষ্ঠুর পন্থা অবলম্বন করেন, যা তাঁর মনে কষ্ট দেয়।
১৯৫৯ সালে দালাই লামা তিব্বত থেকে পালিয়ে যান। তারপর থেকে তিনি ভারতে বসবাস করছেন। তাঁকে বিচ্ছিন্ন করে রাখতে চীনের নানামুখী চেষ্টা সত্ত্বেও বিশ্বব্যাপী জনসমর্থন তৈরি করতে সক্ষম হন দালাই লামা।
চীনের প্রতিবাদ সত্ত্বেও গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে দালাই লামাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠকের প্রতিবাদে বেইজিংয়ে মার্কিন দূতকে ডেকে পাঠায় চীন।
দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিযুক্ত করে আসছে বেইজিং। কিন্তু দালাই লামা বলে আসছেন, তিনি তিব্বতের স্বাধীনতা চান না। চীনা শাসনের ভেতরে থেকে তিব্বতিদের জন্য আরও বেশি স্বায়ত্তশাসন চান তিনি।
No comments