ডিক চেনি হাসপাতালে
হঠাৎ বুকে ব্যথার কারণে গত সোমবার সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে হূদযন্ত্রের অসুখে ভুগছেন।
ওয়াশিংটনের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হাসপাতালে পূর্ণ বিশ্রামে রেখে চিকিৎসকেরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন। ডিক চেনির অফিস সূত্র এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।
হাসপাতালের চিকিৎসকেরা এনবিসি টেলিভিশনকে জানিয়েছেন, সাবেক এই ভাইস প্রেসিডেন্টের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
বিতর্কিত এই রিপাবলিকান ব্যক্তিত্ব মাসখানেক ধরে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তৃতা দিয়ে আসছেন।
এনবিসি টেলিভিশন জানিয়েছে, ৬৯ বছর বয়সী ডিক চেনির এনজিওগ্রাম পরীক্ষার প্রতিবেদনে দেখা গেছে, তাঁর আরও চিকিৎসা প্রয়োজন।
১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত চেনি চারবার হূদরোগে আক্রান্ত হয়েছেন। ২০০১ সালে তাঁর বুকে পেসমেকার স্থাপন করা হয়। ২০০৭ সালে পেসমেকারের ব্যাটারি বদল এবং এরও পরে পুরো যন্ত্র নতুন করে লাগানো হয়।
ওয়াশিংটনের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হাসপাতালে পূর্ণ বিশ্রামে রেখে চিকিৎসকেরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন। ডিক চেনির অফিস সূত্র এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।
হাসপাতালের চিকিৎসকেরা এনবিসি টেলিভিশনকে জানিয়েছেন, সাবেক এই ভাইস প্রেসিডেন্টের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
বিতর্কিত এই রিপাবলিকান ব্যক্তিত্ব মাসখানেক ধরে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তৃতা দিয়ে আসছেন।
এনবিসি টেলিভিশন জানিয়েছে, ৬৯ বছর বয়সী ডিক চেনির এনজিওগ্রাম পরীক্ষার প্রতিবেদনে দেখা গেছে, তাঁর আরও চিকিৎসা প্রয়োজন।
১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত চেনি চারবার হূদরোগে আক্রান্ত হয়েছেন। ২০০১ সালে তাঁর বুকে পেসমেকার স্থাপন করা হয়। ২০০৭ সালে পেসমেকারের ব্যাটারি বদল এবং এরও পরে পুরো যন্ত্র নতুন করে লাগানো হয়।
No comments