বাংলাদেশে ভিসা প্লাটিনাম কার্ড আনল ইবিএল

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণ আন্তর্জাতিক সুবিধাসংবলিত ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু করেছে। প্লাটিনাম ক্রেডিট কার্ড হলো আন্তর্জাতিক ক্রেডিট কার্ড—ভিসার বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড।
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার গতকাল মঙ্গলবার ঢাকায় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ এবং হেড অব কার্ডস নাজিম আনোয়ার চৌধুরী উপস্থিত ছিলেন।
ইবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ডধারীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় সুবিধা দিচ্ছে। এই কার্ডধারীরা পৃথিবীর ১০০ দেশের ৬০০টি বিমানবন্দরে ফি প্রদান সাপেক্ষে লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন এবং বিশ্বের সাড়ে তিন হাজারের বেশি হোটেলে মূল্যহ্রাস সুবিধা ভোগ করবেন।
ইবিএল ভিসা প্লাটিনাম কার্ডে সব লেনদেনের ওপর সুদের হার মাসিক দুই দশমিক ১৭ শতাংশ। এ কার্ডধারীরা দেশে ২৪ ঘণ্টা গ্রাহকসেবা সুবিধাসহ বিশ্বের যেকোনো দেশ থেকে ভিসার আন্তর্জাতিক গ্রাহক সুবিধা কেন্দ্রের সহযোগিতা পাবেন।
ইবিএল ভিসা প্লাটিনাম কার্ডসংক্রান্ত বিশদ তথ্য www.visaplatinum.com এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

No comments

Powered by Blogger.