শেষের দিন গুনতে শুরু করেছেন রোনালদো
মাত্র এক বছর। এরপর আর মাঠের সবুজে খুঁজে পাওয়া যাবে না বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদোকে। আগামী বছরের ডিসেম্বরে বুট জোড়া তুলে রাখবেন বলে ঘোষণা দিয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান।
বছর দেড়েক ধরেই ফুটবল থেকে বিদায় নেওয়ার কথা ভেবে আসছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা (১৫ গোল)। কিন্তু বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার ফুটবল ছাড়েননি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলার স্বপ্নটাই হয়তো করিন্থিয়ানসের জার্সি গায়ে এখনো তাঁর মাঠে নামার প্রেরণা। রোনালদো ফুটবল ছাড়ার ঘোষণা দেওয়ার পর বিশ্বকাপ প্রসঙ্গটা উঠেছেও। বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন? এমন প্রশ্নের উত্তরে ব্রাজিলের হয়ে ৯৭ ম্যাচে ৬২ গোল করা রোনালদো বলেছেন, ‘দেখি কী হয়। এবারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো আছে আমার। কিন্তু ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ খেলা অসম্ভব।’
আরেকটা বিশ্বকাপ খেলা ছাড়াও একটা স্বপ্ন আছে ক্লাব ফুটবলে দুশর বেশি গোল করা স্ট্রাইকারের। করিন্থিয়ানসের হয়ে একটা শিরোপা জিততে চান। সেটা কোপা লিবার্তোদোরেস কাপ। আর এ জন্য নিজেকে উজাড় করে দিতে চান ‘দ্য ফেনোমেনোন’, ‘আমি করিন্থিয়ানসের সঙ্গে চুক্তির মেয়াদ দু বছর বাড়িয়েছি। আর নয়, এখানেই ক্যারিয়ারের ইতি টানব। আমি আমার সর্বস্ব উজাড় করে দিতে চাই এবং ক্যারিয়ারটা বড় কিছু অর্জন দিয়েই শেষ করতে চাই।’
বছর দেড়েক ধরেই ফুটবল থেকে বিদায় নেওয়ার কথা ভেবে আসছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা (১৫ গোল)। কিন্তু বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার ফুটবল ছাড়েননি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলার স্বপ্নটাই হয়তো করিন্থিয়ানসের জার্সি গায়ে এখনো তাঁর মাঠে নামার প্রেরণা। রোনালদো ফুটবল ছাড়ার ঘোষণা দেওয়ার পর বিশ্বকাপ প্রসঙ্গটা উঠেছেও। বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন? এমন প্রশ্নের উত্তরে ব্রাজিলের হয়ে ৯৭ ম্যাচে ৬২ গোল করা রোনালদো বলেছেন, ‘দেখি কী হয়। এবারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো আছে আমার। কিন্তু ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ খেলা অসম্ভব।’
আরেকটা বিশ্বকাপ খেলা ছাড়াও একটা স্বপ্ন আছে ক্লাব ফুটবলে দুশর বেশি গোল করা স্ট্রাইকারের। করিন্থিয়ানসের হয়ে একটা শিরোপা জিততে চান। সেটা কোপা লিবার্তোদোরেস কাপ। আর এ জন্য নিজেকে উজাড় করে দিতে চান ‘দ্য ফেনোমেনোন’, ‘আমি করিন্থিয়ানসের সঙ্গে চুক্তির মেয়াদ দু বছর বাড়িয়েছি। আর নয়, এখানেই ক্যারিয়ারের ইতি টানব। আমি আমার সর্বস্ব উজাড় করে দিতে চাই এবং ক্যারিয়ারটা বড় কিছু অর্জন দিয়েই শেষ করতে চাই।’
No comments