রাসেলের নায়ক ওমারি
সামির ওমারির গোল আর শেখ রাসেলের জয়—এটা এখনকার নিয়মিত ছবি। টানা তিন ম্যাচে ৭ গোল করলেন তিনি। গোল করার ধারাবাহিকতা রাখতে পারলে শেখ রাসেলকে শিরোপা লড়াইয়ের শেষ ধাপ পর্যন্ত নিয়ে যেতে পারেন মরোক্কান স্ট্রাইকার।
আগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। ফর্মটা ধরে রেখে গোল করেই চলেছেন ওমারি। বিয়ানীবাজারের বিপক্ষে দলের তিন গোলের দুটিই তাঁর। প্রথমার্ধে পেয়েছেন প্রথম গোলটা, সতীর্থ মিডফিল্ডার মেরোর ব্যাকভলি রক্ষণে প্রতিহত হয়ে ফিরলে আলতো টোকায় বল জালে ঠেলেন। দ্বিতীয়ার্ধে প্রায় একক প্রচেষ্টায় লিগে নিজের নবম গোল করেন, এখন পর্যন্ত তিনিই আছেন গোলদাতার শীর্ষে। তৃতীয় গোলেও ছিল ওমারির অবদান। তাঁর পাসেই ইউসুফ ব্যবধান করেন ৩-০।
৮ ম্যাচে আবাহনী-মোহামেডান পেয়েছে পুরো পয়েন্ট। সমান ম্যাচে ৭ জয় আর এক ড্র নিয়ে ২২ পয়েন্ট, দুই প্রধানের ঘাড়ে নিঃশ্বাসই ফেলছে রাসেল। অন্যদিকে বিয়ানীবাজার অষ্টম ম্যাচে দেখল চতুর্থ পরাজয়। তাদের হাতে ৬ পয়েন্ট, দলটি এখনো রয়েছে অবনমন এলাকায়।
বাংলাদেশ লিগে বিরতি: আগামীকাল অষ্টম রাউন্ড শেষে এসএ গেমস ও এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য দীর্ঘ বিরতিতে যাচ্ছে বাংলাদেশ লিগ। লিগ আবার মাঠে গড়াবে আগামী মাসের শেষ দিকে।
আগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। ফর্মটা ধরে রেখে গোল করেই চলেছেন ওমারি। বিয়ানীবাজারের বিপক্ষে দলের তিন গোলের দুটিই তাঁর। প্রথমার্ধে পেয়েছেন প্রথম গোলটা, সতীর্থ মিডফিল্ডার মেরোর ব্যাকভলি রক্ষণে প্রতিহত হয়ে ফিরলে আলতো টোকায় বল জালে ঠেলেন। দ্বিতীয়ার্ধে প্রায় একক প্রচেষ্টায় লিগে নিজের নবম গোল করেন, এখন পর্যন্ত তিনিই আছেন গোলদাতার শীর্ষে। তৃতীয় গোলেও ছিল ওমারির অবদান। তাঁর পাসেই ইউসুফ ব্যবধান করেন ৩-০।
৮ ম্যাচে আবাহনী-মোহামেডান পেয়েছে পুরো পয়েন্ট। সমান ম্যাচে ৭ জয় আর এক ড্র নিয়ে ২২ পয়েন্ট, দুই প্রধানের ঘাড়ে নিঃশ্বাসই ফেলছে রাসেল। অন্যদিকে বিয়ানীবাজার অষ্টম ম্যাচে দেখল চতুর্থ পরাজয়। তাদের হাতে ৬ পয়েন্ট, দলটি এখনো রয়েছে অবনমন এলাকায়।
বাংলাদেশ লিগে বিরতি: আগামীকাল অষ্টম রাউন্ড শেষে এসএ গেমস ও এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য দীর্ঘ বিরতিতে যাচ্ছে বাংলাদেশ লিগ। লিগ আবার মাঠে গড়াবে আগামী মাসের শেষ দিকে।
No comments