বুর্জ খলিফা থেকে লাফিয়ে দুজনের নতুন রেকর্ড
মানুষের তৈরি সর্বোচ্চ স্থাপনা থেকে লাফিয়ে পড়ে নতুন রেকর্ড গড়েছেন দুই স্কাই ডাইভার নাসের আল নিয়াদি ও ওমর আলহেগলান। গত শুক্রবার তাঁরা বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফার সর্বোচ্চ বিন্দুর কাছের একটি প্ল্যাটফর্ম থেকে প্যারাসুট দিয়ে লাফিয়ে পড়ে এ রেকর্ড গড়েন। খবর এপির।
বুর্জ খলিফার ৬৭২ মিটার উচ্চতায় (দুই হাজার ২০ ফুট) ওই প্ল্যাটফর্ম থেকে লাফ দেন নাসের ও ওমর। এতে তাঁদের সময় লেগেছে ৩০ থেকে ৪০ সেকেন্ড। দুজনেই নিরাপদে অবতরণ করেছেন। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সর্বোচ্চ স্থাপনা বুর্জ খলিফার উচ্চতা দুই হাজার ৭১৭ ফুট।
নাসের ২০০৭ সালে স্কাই ডাইভিংয়ে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় চ্যাম্পিয়ন হন। আর ওমর মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থেকেও লাফ দিয়েছেলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্কাই ডাইভিং প্রতিযোগিতায় তাঁরা অংশ নেন। এর আগেই তাঁরা দুজন মাউন্ট এভারেস্ট (২৯ হাজার ৫০০ ফুট) থেকেও লাফ দিয়ে রেকর্ড গড়েছিলেন।
বুর্জ খলিফার ৬৭২ মিটার উচ্চতায় (দুই হাজার ২০ ফুট) ওই প্ল্যাটফর্ম থেকে লাফ দেন নাসের ও ওমর। এতে তাঁদের সময় লেগেছে ৩০ থেকে ৪০ সেকেন্ড। দুজনেই নিরাপদে অবতরণ করেছেন। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সর্বোচ্চ স্থাপনা বুর্জ খলিফার উচ্চতা দুই হাজার ৭১৭ ফুট।
নাসের ২০০৭ সালে স্কাই ডাইভিংয়ে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় চ্যাম্পিয়ন হন। আর ওমর মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থেকেও লাফ দিয়েছেলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্কাই ডাইভিং প্রতিযোগিতায় তাঁরা অংশ নেন। এর আগেই তাঁরা দুজন মাউন্ট এভারেস্ট (২৯ হাজার ৫০০ ফুট) থেকেও লাফ দিয়ে রেকর্ড গড়েছিলেন।
No comments