দুই নাসিরের যুগলবন্দী
কমলাপুর স্টেডিয়ামে গোল করার আগে গোল প্রায় খেয়েই যাচ্ছিল মোহামেডান। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ব্রাদার্সের স্ট্রাইকার এনক বেনটিলের বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটটি লাগল ক্রসবারে। এই বেনটিল মোহামেডান রক্ষণকে মাঝেমধ্যেই চাপে ফেলেও অবশ্য গোল পাননি।
মোহামেডান গোল পেয়ে যায় দুই উইঙ্গারের বুদ্ধিদীপ্ত ফুটবলে। ৩৪ মিনিটে প্রান্ত বদল করে ডান দিকে চলে গেলেন মামুনুল, বাঁ দিকে মোহাম্মদ নাসির। মামুনুলের ক্রসেই নাসির টোকা দিয়ে বল জড়িয়ে দেন জালে। দারুণ গোল!
৪ মিনিট পর মোহামেডানের দ্বিতীয় গোলে ‘অবদান’ রেখেছেন ব্রাদার্স গোলরক্ষক জাহাঙ্গীর। ওয়ালি ফয়সালের ক্রসে আপাত নিরীহ হেড করেন মোহামেডানের হয়ে এদিনই প্রথম সেরা একাদশে আসা সেনাবাহিনীর সাবেক স্ট্রাইকার নাসিরউদ্দিন। নাগালে থাকলেও বল ধরতে পারেননি জাহাঙ্গীর।
প্রথমার্ধে গুছিয়ে খেলা মোহামেডান দ্বিতীয়ার্ধে ছিল এলোমেলো। এক-দুটি পাসের পরই তারা হারিয়েছে বলের নিয়ন্ত্রণ।
জ্বরের কারণে আগের ম্যাচটা খেলতে পারেননি স্ট্রাইকার বুকোলা। কাল দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছেন। ফিটনেসের অভাব আর ভারী শরীরে চেনাই যায়নি গত লিগের সর্বোচ্চ গোলদাতাকে। এমিলি চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত ৬১ মিনিটে তাঁর হেড লেগেছে ক্রসবারে।
৮ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৪। আবাহনীর সমান্তরালেই ছুটছে সাদাকালোরা। ২ জয় ও ৪ ড্রয়ে ব্রাদার্সের পয়েন্ট ১০-ই থাকল। তারাও খেলেছে ৮ ম্যাচ।
পয়েন্টের হিসাবই সব নয় মোহামেডানের কাছে। দলের খেলায় কোচ মারুফুল হক সন্তুষ্ট হতে পারেননি, বিশেষ করে দ্বিতীয়ার্ধের খেলায়। ওদিকে হেরেও অখুশি নন ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবাল, ‘আমার যা দল, তাতে মোহামেডানের কাছে দুই গোল খাওয়া কমই। এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় আমাদের অবস্থান বেশ ভালোই বলব।’
মোহামেডান গোল পেয়ে যায় দুই উইঙ্গারের বুদ্ধিদীপ্ত ফুটবলে। ৩৪ মিনিটে প্রান্ত বদল করে ডান দিকে চলে গেলেন মামুনুল, বাঁ দিকে মোহাম্মদ নাসির। মামুনুলের ক্রসেই নাসির টোকা দিয়ে বল জড়িয়ে দেন জালে। দারুণ গোল!
৪ মিনিট পর মোহামেডানের দ্বিতীয় গোলে ‘অবদান’ রেখেছেন ব্রাদার্স গোলরক্ষক জাহাঙ্গীর। ওয়ালি ফয়সালের ক্রসে আপাত নিরীহ হেড করেন মোহামেডানের হয়ে এদিনই প্রথম সেরা একাদশে আসা সেনাবাহিনীর সাবেক স্ট্রাইকার নাসিরউদ্দিন। নাগালে থাকলেও বল ধরতে পারেননি জাহাঙ্গীর।
প্রথমার্ধে গুছিয়ে খেলা মোহামেডান দ্বিতীয়ার্ধে ছিল এলোমেলো। এক-দুটি পাসের পরই তারা হারিয়েছে বলের নিয়ন্ত্রণ।
জ্বরের কারণে আগের ম্যাচটা খেলতে পারেননি স্ট্রাইকার বুকোলা। কাল দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছেন। ফিটনেসের অভাব আর ভারী শরীরে চেনাই যায়নি গত লিগের সর্বোচ্চ গোলদাতাকে। এমিলি চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত ৬১ মিনিটে তাঁর হেড লেগেছে ক্রসবারে।
৮ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৪। আবাহনীর সমান্তরালেই ছুটছে সাদাকালোরা। ২ জয় ও ৪ ড্রয়ে ব্রাদার্সের পয়েন্ট ১০-ই থাকল। তারাও খেলেছে ৮ ম্যাচ।
পয়েন্টের হিসাবই সব নয় মোহামেডানের কাছে। দলের খেলায় কোচ মারুফুল হক সন্তুষ্ট হতে পারেননি, বিশেষ করে দ্বিতীয়ার্ধের খেলায়। ওদিকে হেরেও অখুশি নন ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবাল, ‘আমার যা দল, তাতে মোহামেডানের কাছে দুই গোল খাওয়া কমই। এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় আমাদের অবস্থান বেশ ভালোই বলব।’
No comments