একটি মুদ্রার দাম ৩৭ লাখ ডলার!

১৯১৩ সালের একটি দুর্লভ মার্কিন মুদ্রা নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। পাঁচ সেন্টের ওই মুদ্রা ফ্লোরিডায় এক উন্মুক্ত নিলামে ৩৭ লাখ ডলারে বিক্রি হয়েছে। গত শুক্রবার নিলামের সঙ্গে জড়িত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স অনলাইনের।
কর্মকর্তারা জানান, দুর্লভ এ মুদ্রাটি একসময় মিসরের রাজা ফারুকের অধীনে ছিল। তিনি ১৯৫২ সালে ক্ষমতাচ্যুত হন। এরপর মুদ্রাটি বেশ কয়েক হাত বদল হয়। দীর্ঘসময় পর ১৯৭৩ সালে সিবিএস টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘হাওয়াই ফাইভ-ও’ অনুষ্ঠানে মুদ্রাটি দেখা যায়।
টেক্সাসভিত্তিক হেরিটেজ অকশনস ডালাসের প্রেসিডেন্ট গ্রেগ রোহান বলেছেন, ফ্লোরিডায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে কথিত ‘লিবার্টি হেড নিকেল’ মুদ্রাটি বিক্রি হয়। এটি বিক্রি হয় ৩৭ লাখ ৩৭ হাজার ৫০০ মার্কিন ডলারে। ফ্লোরিডার অন্যতম প্রধান শহর ওরলান্ডোর একজন মুদ্রা সংগ্রাহক এটি কিনেছেন। তবে ক্রেতা তাঁর নাম প্রকাশ করেননি।
গ্রেগ রোহান বলেন, ‘এটাই সম্ভবত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত দুর্লভ মুদ্রা।’
২০০৩ সালে এটির মূল্য মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া টাকশালে ‘মিস লিবার্টি’ প্রতিকৃতি অংকিত মুদ্রাটি তৈরি হয়েছিল।

No comments

Powered by Blogger.