পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার মুনের
জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত শুক্রবার পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইতিমধ্যে নিরস্ত্রীকরণ ও পরমাণু অস্ত্রের বিস্তার রোধের ক্ষেত্রে উত্সাহব্যঞ্জক অনেক অগ্রগতি হয়েছে। এ বছর এ লক্ষ্যে আরও অনেক কাজ করার সুযোগ হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং রাসায়নিক অস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি পর্যবেক্ষণকারী সংস্থার সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বান কি মুন এ কথা বলেন। পরে এক বিবৃতিতে জাতিসংঘ এ কথা জানায়।
বান কি মুন বলেন, গত সেপ্টেম্বরে নিরাপত্তা পরিষদের এক ঐতিহাসিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উত্থাপিত খসড়া প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। পরমাণু অস্ত্রের বিস্তার রোধ এবং চূড়ান্তভাবে ওই অস্ত্র ধ্বংসের ব্যাপারে এতে প্রস্তাব করা হয়। এ প্রস্তাবের নিরিখে তিনি একটি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে যথাসাধ্য সবকিছু করবেন
বান কি মুন বলেন, গত সেপ্টেম্বরে নিরাপত্তা পরিষদের এক ঐতিহাসিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উত্থাপিত খসড়া প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। পরমাণু অস্ত্রের বিস্তার রোধ এবং চূড়ান্তভাবে ওই অস্ত্র ধ্বংসের ব্যাপারে এতে প্রস্তাব করা হয়। এ প্রস্তাবের নিরিখে তিনি একটি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে যথাসাধ্য সবকিছু করবেন
No comments