ভেনেজুয়েলার আকাশসীমা লঙ্ঘন করেছে মার্কিন যুদ্ধবিমান: হুগো শাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ অভিযোগ করেছেন, গত শুক্রবার একটি মার্কিন যুদ্ধবিমান তাঁর দেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। তিনি এ ঘটনাকে ‘উসকানিমূলক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তবে ওয়াশিংটন এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ভেনেজুয়েলার আকাশে তাঁদের কোনো যুদ্ধবিমান প্রবেশ করেনি। খবর এপি ও এএফপির।
শাভেজ বলেন, মার্কিন যুদ্ধবিমান পি-৩ শুক্রবার নেদারল্যান্ডের ক্যারিবীয় দ্বীপাঞ্চল কুরাকাও থেকে উড়ে এসে ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করে। ভেনেজুয়েলার আকাশে এটি প্রায় আধা ঘণ্টা অবস্থান করে। পরে তাঁর নির্দেশে দুটি এফ-১৬ যুদ্ধবিমান ধাওয়া করে এটিকে সীমানা ছাড়া করে।
শাভেজ বলেন, ‘আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চাই না। আমরা মনে করি, ডাচ্ সরকার তাদের দায়দায়িত্ব সম্পর্কে সচেতন।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ড আমাদের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড শুরু করেছে। তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে হামলার অজুহাত সৃষ্টি করতে চাইছে। তবে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষা করতে আমরাও প্রস্তুত আছি।’
শাভেজের অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘কোনো মার্কিন যুদ্ধবিমান ভেনেজুয়েলার আকাশে প্রবেশ করেনি। কোনো দেশের সম্মতি ছাড়া সেই দেশের আকাশে প্রবেশ করা আমাদের নীতির পরিপন্থী। এ অঞ্চলের প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান রেখেই আমরা কর্মকাণ্ড পরিচালনা করছি।’
শাভেজ বলেন, মার্কিন যুদ্ধবিমান পি-৩ শুক্রবার নেদারল্যান্ডের ক্যারিবীয় দ্বীপাঞ্চল কুরাকাও থেকে উড়ে এসে ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করে। ভেনেজুয়েলার আকাশে এটি প্রায় আধা ঘণ্টা অবস্থান করে। পরে তাঁর নির্দেশে দুটি এফ-১৬ যুদ্ধবিমান ধাওয়া করে এটিকে সীমানা ছাড়া করে।
শাভেজ বলেন, ‘আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চাই না। আমরা মনে করি, ডাচ্ সরকার তাদের দায়দায়িত্ব সম্পর্কে সচেতন।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ড আমাদের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড শুরু করেছে। তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে হামলার অজুহাত সৃষ্টি করতে চাইছে। তবে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষা করতে আমরাও প্রস্তুত আছি।’
শাভেজের অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘কোনো মার্কিন যুদ্ধবিমান ভেনেজুয়েলার আকাশে প্রবেশ করেনি। কোনো দেশের সম্মতি ছাড়া সেই দেশের আকাশে প্রবেশ করা আমাদের নীতির পরিপন্থী। এ অঞ্চলের প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান রেখেই আমরা কর্মকাণ্ড পরিচালনা করছি।’
No comments