মেলবোর্নে ভারতীয় যুবককে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আবারও এক ভারতীয় নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার একদল দুষ্কৃতকারী ওই ভারতীয় যুবকের শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত যুবকটি এখন মেলবোর্নের একটি হাসপাতালে চিকিত্সাধীন।
মেলবোর্নে ছুরিকাঘাতে নিতিন গার্গ নামের এক ভারতীয় ছাত্র নিহত হওয়ার এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল। গত বছর অস্ট্রেলিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের ওপর অনেকগুলো হামলার ঘটনা ঘটে।
শনিবারের হামলায় আহত ২৯ বছর বয়সী ওই ভারতীয় যুবক স্ত্রীসহ মেলবোর্নের এসেনডোন এলাকায় একটি নৈশভোজে অংশগ্রহণ শেষে তাঁর গ্রাইস ক্রিসেন্টের বাসায় ফিরছিলেন। পথে চার দুষ্কৃতকারী তাঁর গায়ে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তাঁর বাহু, বুক, মুখমণ্ডলসহ শরীরের শতকরা ১৫ ভাগ অংশ পুড়ে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত দেড়টা থেকে দুইটার মধ্যে ওই হামলা চালানো হয়। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে বর্ণনা করা হয়েছে। আহত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
পুলিশ বলেছে, ভারতীয় যুবকটির ওপর হামলা চালানোর কারণ সম্পর্কে তারা নিশ্চিত নয়। এটা বর্ণবাদী হামলা কি না, তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে গোয়েন্দা সার্জেন্ট নিল স্মিথ বলেন, এই হামলাকে এ মহূর্তে কোনো ধরনের বর্ণবাদী হিসেবে বিবেচনা করার কারণ নেই। গত সপ্তাহে ভারতীয় ছাত্র নিতিন গার্গের মৃত্যুর পর মেলবোর্ন সফরের ঝুঁকি সম্পর্কে ভারতীয় নাগরিকদের সতর্ক করে দিয়েছিল ভারত সরকার। মেলবোর্নে বসবাসরত ভারতীয়রা দাবি করেছে, ওই শহরে বর্ণবাদী হামলা বেড়ে যাচ্ছে।

No comments

Powered by Blogger.