মিশেল ওবামাকে দেখা যাবে ‘সিসেম স্ট্রিটে’
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় শিক্ষামূলক শিশুতোষ অনুষ্ঠান সিসেম স্ট্রিট-এর ৪০তম বর্ষপূর্তির একটি পর্বে দেখা যাবে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে। আগামী ১০ নভেম্বর অনুষ্ঠেয় ওই পর্বে মিশেল ওবামা শিশুদের স্বাস্থ্যকর খাবার খেতে এবং নিজেদের খাদ্য নিজেদেরই উত্পাদনের ব্যাপারে উত্সাহিত করবেন। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে আরও উপস্থিত থাকবেন মার্কিন অভিনেত্রী ক্যামেরন ডায়াজ ও ইভা লঞ্জোরিয়া-পার্কার।
চলতি বছরের শুরুতে মিশেল ওবামা মার্কিনদের মোটা হওয়ার প্রবণতা ঠেকানোর জন্য একটি প্রচারণা শুরু করেন এবং এর অংশ হিসেবে হোয়াইট হাউসে একটি সবজিবাগান গড়ে তোলেন। সিসেম স্ট্রিট-এর ওই পর্বে ওবামা শিশুদের উদ্দেশে বলবেন, ‘এই বীজগুলোর বেড়ে ওঠার জন্য দরকার সূর্যালোক, পানি ও মাটি। তোমরা এসব স্বাস্থ্যকর খাবার খেলে আমার মতো হতে পারবে।’
চলতি বছরের শুরুতে মিশেল ওবামা মার্কিনদের মোটা হওয়ার প্রবণতা ঠেকানোর জন্য একটি প্রচারণা শুরু করেন এবং এর অংশ হিসেবে হোয়াইট হাউসে একটি সবজিবাগান গড়ে তোলেন। সিসেম স্ট্রিট-এর ওই পর্বে ওবামা শিশুদের উদ্দেশে বলবেন, ‘এই বীজগুলোর বেড়ে ওঠার জন্য দরকার সূর্যালোক, পানি ও মাটি। তোমরা এসব স্বাস্থ্যকর খাবার খেলে আমার মতো হতে পারবে।’
No comments