রোনালদো-মেসিদের ছাপিয়ে মুনিয়েইন
স্প্যানিশ লিগ হলো তারার মেলা। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো এখানে। আছেন আর্জেন্টাইন ‘জাদুকর’ লিওনেল মেসি, ব্রাজিলীয় মহাতারকা কাকা। তবে একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে গেলেন ইকার মুনিয়েইন। স্প্যানিশ লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে পাদপ্রদীপের আলো কেড়ে নিয়েছেন অ্যাথলেটিক বিলবাওয়ের টিনএজ ফরোয়ার্ড।
পরশু ভ্যালাদোলিদের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে বিলবাওকে এনে দিয়েছেন ড্র (২-২)। এদিন মুনিয়েইনের বয়স ছিল ১৬ বছর ২৮৯ দিন। এর আগে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডটি ছিল জিসকো নাদালের। লেভান্তের ফরোয়ার্ড নাদাল ২০০২-০৩ মৌসুমে ভিলারিয়ালের হয়ে গোল করেছিলেন ১৬ বছর ৩৫৩ দিন বয়সে।
পরশু ভ্যালাদোলিদের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে বিলবাওকে এনে দিয়েছেন ড্র (২-২)। এদিন মুনিয়েইনের বয়স ছিল ১৬ বছর ২৮৯ দিন। এর আগে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডটি ছিল জিসকো নাদালের। লেভান্তের ফরোয়ার্ড নাদাল ২০০২-০৩ মৌসুমে ভিলারিয়ালের হয়ে গোল করেছিলেন ১৬ বছর ৩৫৩ দিন বয়সে।
No comments