ম্যারাডোনার জন্য মিলিতো-আঘাত
মড়ার ওপর খাঁড়ার ঘা আর কাকে বলে! এমনিতেই ডিয়েগো ম্যারাডোনার দুশ্চিন্তার সীমা নেই। বিশ্বকাপ বাছাইয়ে খাদের কিনারে দাঁড়িয়ে তাঁর দল। এর মধ্যে আরেক দুশ্চিন্তা হয়ে এসেছে ইন্টার মিলান স্ট্রাইকার দিয়েগো মিলিতোর ইনজুরি। পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে আগামী শনি ও বুধবারের আর্জেন্টিনার শেষ দুটি ম্যাচ খেলতে পারবেন না মিলিতো।
মিলিতো চোট পেয়েছেন গত শনিবার। উদিনেসের বিপক্ষে ইন্টারের ২-১ গোলের জয়ের দিন পেশিতে টান পড়েছিল তাঁর। তখন অবশ্য কেউই বুঝতে পারেনি, এটা গুরুতর কিছু। ডাক্তারি পরীক্ষা শেষে ইন্টার মিলান এক বিবৃতিতে জানিয়েছে, ‘আর্জেন্টাইন স্ট্রাইকারের পেশিতে টান পড়েছে। ক্লাবের মেডিক্যাল স্টাফরা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিয়েছে।’
এই গ্রীষ্মের দলবদলের সময়েই জেনোয়া থেকে ইন্টার মিলানে যোগ দিয়েছেন মিলিতো। ইন্টারের হয়ে ৫ গোল করে এখন পর্যন্ত সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা তিনিই। তাই পরের দু ম্যাচে তাঁকে না পাওয়াটা হবে আর্জেন্টিনার জন্য বড় আঘাত।
মিলিতো চোট পেয়েছেন গত শনিবার। উদিনেসের বিপক্ষে ইন্টারের ২-১ গোলের জয়ের দিন পেশিতে টান পড়েছিল তাঁর। তখন অবশ্য কেউই বুঝতে পারেনি, এটা গুরুতর কিছু। ডাক্তারি পরীক্ষা শেষে ইন্টার মিলান এক বিবৃতিতে জানিয়েছে, ‘আর্জেন্টাইন স্ট্রাইকারের পেশিতে টান পড়েছে। ক্লাবের মেডিক্যাল স্টাফরা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিয়েছে।’
এই গ্রীষ্মের দলবদলের সময়েই জেনোয়া থেকে ইন্টার মিলানে যোগ দিয়েছেন মিলিতো। ইন্টারের হয়ে ৫ গোল করে এখন পর্যন্ত সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা তিনিই। তাই পরের দু ম্যাচে তাঁকে না পাওয়াটা হবে আর্জেন্টিনার জন্য বড় আঘাত।
No comments