ব্রিটেন আইআরএকে সহযোগিতা বন্ধে অর্থ সেধেছিল
উত্তর আয়ারল্যান্ডের আধাসামরিক বাহিনী আইরিশ রিপাবলিকান আর্মিকে (আইআরএ) সহায়তা বন্ধের বিনিময়ে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফিকে এক কোটি ৪০ লাখ পাউন্ড দেওয়ার প্রস্তাব দিয়েছিল ব্রিটিশ সরকার। ১৯৭০-এর দশকে তত্কালীন প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনের নেতৃত্বাধীন সরকার গোপনে এ প্রস্তাব দেয়। গতকাল সোমবার ব্রিটিশ পত্রিকা দ্য ইনডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। বর্তমানে আইআরএ নিষ্ক্রিয় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাদ্দাফিকে দেওয়া ওই প্যাকেজ প্রস্তাবে লিবিয়ার সঙ্গে ব্রিটেনের বাণিজ্য বাড়ানোর প্রস্তাবও যুক্ত ছিল। হ্যারল্ড উইলসনকে উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বলা হয়, আইআরএকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে লিবিয়াকে অর্থ দিতে রাজি ছিল তত্কালীন ব্রিটিশ সরকার। ১৯৭৫ সালে গাদ্দাফিকে লেখা এক ব্যক্তিগত চিঠিতে এ প্রস্তাব দেন উইলসন। সম্প্রতি ব্রিটেনের জাতীয় আর্কাইভের প্রকাশ করা নথিগুলোর মধ্যে এ চিঠিও রয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৭০-এর দশকের শেষ দিকে ওই আলোচনা ব্যর্থ হয়। কারণ ব্রিটেনের প্রস্তাবের বিপরীতে গাদ্দাফির দাবি ছিল পাঁচ কোটি ১০ লাখ পাউন্ড। তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গাদ্দাফিকে দেওয়া ওই এক কোটি ৪০ লাখ পাউন্ডের প্রস্তাব সম্পর্কে তারা অবহিত নয়।
আইআরএর সশস্ত্র সংগ্রামের সময় সংগঠনটির হামলায় এক হাজারের বেশি মানুষ মারা যায়। নিহতদের পরিবার লিবিয়ার কাছে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে লিবিয়া জানিয়েছে, তারা যেকোনো ধরনের ক্ষতিপূরণ দাবির বিরোধিতা করবে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৭০-এর দশকের শেষ দিকে ওই আলোচনা ব্যর্থ হয়। কারণ ব্রিটেনের প্রস্তাবের বিপরীতে গাদ্দাফির দাবি ছিল পাঁচ কোটি ১০ লাখ পাউন্ড। তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গাদ্দাফিকে দেওয়া ওই এক কোটি ৪০ লাখ পাউন্ডের প্রস্তাব সম্পর্কে তারা অবহিত নয়।
আইআরএর সশস্ত্র সংগ্রামের সময় সংগঠনটির হামলায় এক হাজারের বেশি মানুষ মারা যায়। নিহতদের পরিবার লিবিয়ার কাছে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে লিবিয়া জানিয়েছে, তারা যেকোনো ধরনের ক্ষতিপূরণ দাবির বিরোধিতা করবে।
No comments