আবাহনীর এমেকা মোহামেডানে
আবাহনীর ঘর আবার ভাঙল মোহামেডান! প্রথমে এমিলিসহ তিনজন ফুটবলারকে আবাহনী থেকে নিয়ে গেছে মোহামেডান। দিন কয়েক আগে ক্রিকেটার তামিম ইকবালও আবাহনী ছেড়ে যোগ দিয়েছেন সাদা-কালো শিবিরে। আর সবশেষে নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকাকে আবাহনী থেকে বাগিয়ে নিল মোহামেডান। বুকোলা-এমিলির সঙ্গে এমেকা—মোহামেডানের আক্রমণভাগকে সামলাতে এবার হিমশিমই খাবে যেকোনো দলের রক্ষণ।
কাল ঢাকা পৌঁছেই এমেকা বললেন, ‘আবার মোহামেডানে খেলব। নতুন মৌসুমে মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে চাই সবগুলো টুর্নামেন্টে।’ মোহামেডানে ফেরার প্রেক্ষাপটটাও বললেন আবাহনীর গত বি-লিগ জয়ের অন্যতম কারিগর, ‘আবাহনীর সঙ্গে প্রাথমিক কথাবার্তার পর আর যোগাযোগ করেনি তারা। মোহামেডান যোগাযোগ করেছে এবং তাদের প্রস্তাবটা ভালো মনে হওয়ায় চলে এসেছি।’
আবাহনীর বক্তব্য, নতুন মৌসুমে অযৌক্তিকভাবে বেশি টাকা দাবি করেছেন এমেকা। মোহামেডান কি তাহলে বেশি টাকায় এমেকাকে দলে ভিড়িয়েছে? ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানালেন, মোহামেডানের লক্ষ্য যেহেতু বি-লিগ জয়, তাই এবার টাকা খরচ করতে কার্পণ্য করছে না ক্লাব।
কাল ঢাকা পৌঁছেই এমেকা বললেন, ‘আবার মোহামেডানে খেলব। নতুন মৌসুমে মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে চাই সবগুলো টুর্নামেন্টে।’ মোহামেডানে ফেরার প্রেক্ষাপটটাও বললেন আবাহনীর গত বি-লিগ জয়ের অন্যতম কারিগর, ‘আবাহনীর সঙ্গে প্রাথমিক কথাবার্তার পর আর যোগাযোগ করেনি তারা। মোহামেডান যোগাযোগ করেছে এবং তাদের প্রস্তাবটা ভালো মনে হওয়ায় চলে এসেছি।’
আবাহনীর বক্তব্য, নতুন মৌসুমে অযৌক্তিকভাবে বেশি টাকা দাবি করেছেন এমেকা। মোহামেডান কি তাহলে বেশি টাকায় এমেকাকে দলে ভিড়িয়েছে? ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানালেন, মোহামেডানের লক্ষ্য যেহেতু বি-লিগ জয়, তাই এবার টাকা খরচ করতে কার্পণ্য করছে না ক্লাব।
No comments