অশোভন পোশাক পরার জের জরিমানা না দেওয়ায় সুদানে নারী সাংবাদিক জেলে
তথাকথিত ‘অশোভন’ পোশাক বা ট্রাউজার পরে জরিমানা না দেওয়ায় সুদানের নারী সাংবাদিক লুবনা আহমেদ আল-হুসাইনকে গত সোমবার জেলে পাঠানো হয়েছে। খার্তুমের একটি আদালতের নির্দেশে তাঁকে জেলে পাঠানো হয়।
খার্তুমে বিবাদীপক্ষের আইনজীবী কামাল ওমর জানান, লুবনাকে ওমডারম্যান মহিলা কারাগারে রাখা হয়েছে।
সুদানের আইন অনুযায়ী ট্রাউজার পরার অপরাধে লুবনাকে ৪০ ঘা বেত্রাঘাত অথবা ২০০ মার্কিন ডলার জরিমানা করা হয়।
গত ৩ জুলাই খার্তুমের একটি রেস্তোরাঁ থেকে ট্রাউজার ও ঢোলা টি-শার্ট পরা অবস্থায় লুবনাকে গ্রেপ্তার করে সুদানি পুলিশ।
খার্তুমে বিবাদীপক্ষের আইনজীবী কামাল ওমর জানান, লুবনাকে ওমডারম্যান মহিলা কারাগারে রাখা হয়েছে।
সুদানের আইন অনুযায়ী ট্রাউজার পরার অপরাধে লুবনাকে ৪০ ঘা বেত্রাঘাত অথবা ২০০ মার্কিন ডলার জরিমানা করা হয়।
গত ৩ জুলাই খার্তুমের একটি রেস্তোরাঁ থেকে ট্রাউজার ও ঢোলা টি-শার্ট পরা অবস্থায় লুবনাকে গ্রেপ্তার করে সুদানি পুলিশ।
No comments