মুশফিকুর রহিম বিমানে
পুলের ক্রিকেটার না নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিমান। ১২ লাখ টাকায় জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে দলে নিয়েছে তারা। গতবার পারটেক্সের হয়ে খেলা মুশফিকুর প্রিমিয়ার লিগে এই প্রথম কোনো বড় দলে খেলবেন।
মুশফিকুর বিমানে চাপলেন মূলত খালেদ মাসুদ মোহামেডানে যোগ দেওয়ায়। শুরুতে মাসুদ বিমানে নাম লেখাবেন বলে জানালেও শেষ পর্যন্ত চলে গেছেন সাদা-কালো শিবিরে। তবে বিমান অধিনায়ক সানোয়ার হোসেন কাল বলেছেন, মুশফিকুরের অন্তর্ভুক্তি তাঁর দলের শক্তিমত্তা বাড়াবে, ‘উইকেটকিপার ছাড়াও মিডল অর্ডারে আমাদের একজন ভালো ব্যাটসম্যানের অভাব ছিল। মুশফিকুর আসায় সেই অভাব পূরণ হবে আশা করি।’ মুশফিকুরের সঙ্গে আজ আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা বিমানের।
মুশফিকুর বিমানে চাপলেন মূলত খালেদ মাসুদ মোহামেডানে যোগ দেওয়ায়। শুরুতে মাসুদ বিমানে নাম লেখাবেন বলে জানালেও শেষ পর্যন্ত চলে গেছেন সাদা-কালো শিবিরে। তবে বিমান অধিনায়ক সানোয়ার হোসেন কাল বলেছেন, মুশফিকুরের অন্তর্ভুক্তি তাঁর দলের শক্তিমত্তা বাড়াবে, ‘উইকেটকিপার ছাড়াও মিডল অর্ডারে আমাদের একজন ভালো ব্যাটসম্যানের অভাব ছিল। মুশফিকুর আসায় সেই অভাব পূরণ হবে আশা করি।’ মুশফিকুরের সঙ্গে আজ আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা বিমানের।
No comments