সাকিবের অস্ত্রোপচার লাগছে না
অস্ট্রেলিয়া থেকে সুসংবাদ এসেছে। অস্ত্রোপচার ছাড়াই সেরে যাবে সাকিব আল হাসানের কুঁচকির ইনজুরি। গতকাল অ্যাডিলেডে বিশেষজ্ঞ চিকিত্সকেরাই এ ব্যাপারে নিশ্চিত করেছেন সাকিবকে।
অ্যাডিলেডের সন্ডার্স স্পোর্টস অ্যান্ড স্পাইনাল ক্লিনিকে সাকিব পরামর্শ নিয়েছেন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ স্টিভ সন্ডার্স ও শল্যবিদ পিটার ম্যালিচার। সাকিবের ইনজুরি দেখে ম্যালিচা তাঁকে ফিজিওথেরাপি নেওয়ারই পরামর্শ দিয়েছেন। বলেছেন, এই মুহূর্তে তাঁর অস্ত্রোপচারের দরকার নেই। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত ফিজিওথেরাপিস্ট সন্ডার্সের চিকিত্সাধীন থাকবেন তিনি।
অস্ট্রেলিয়া থেকে সাকিব জানিয়েছেন, ‘আগামী পাঁচ-ছয় সপ্তাহ আমাকে ফিজিওথেরাপি নিতে হবে। চিকিত্সায় কুঁচকির অবস্থা কী দাঁড়াচ্ছে, এই সময়ে সেটার ওপর নজর রাখতে হবে। ঈদের আগে ঢাকা ফেরা পর্যন্ত সন্ডার্সের চিকিত্সাতেই থাকতে হবে আমাকে। দেশে ফেরার পরও তাঁর পরামর্শ অনুযায়ীই চিকিত্সা চলবে। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব। সন্ডার্স ও ম্যালিচা আমার দ্রুত মাঠে ফেরার ব্যাপারে খুবই আশাবাদী।’
অ্যাডিলেডের সন্ডার্স স্পোর্টস অ্যান্ড স্পাইনাল ক্লিনিকে সাকিব পরামর্শ নিয়েছেন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ স্টিভ সন্ডার্স ও শল্যবিদ পিটার ম্যালিচার। সাকিবের ইনজুরি দেখে ম্যালিচা তাঁকে ফিজিওথেরাপি নেওয়ারই পরামর্শ দিয়েছেন। বলেছেন, এই মুহূর্তে তাঁর অস্ত্রোপচারের দরকার নেই। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত ফিজিওথেরাপিস্ট সন্ডার্সের চিকিত্সাধীন থাকবেন তিনি।
অস্ট্রেলিয়া থেকে সাকিব জানিয়েছেন, ‘আগামী পাঁচ-ছয় সপ্তাহ আমাকে ফিজিওথেরাপি নিতে হবে। চিকিত্সায় কুঁচকির অবস্থা কী দাঁড়াচ্ছে, এই সময়ে সেটার ওপর নজর রাখতে হবে। ঈদের আগে ঢাকা ফেরা পর্যন্ত সন্ডার্সের চিকিত্সাতেই থাকতে হবে আমাকে। দেশে ফেরার পরও তাঁর পরামর্শ অনুযায়ীই চিকিত্সা চলবে। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব। সন্ডার্স ও ম্যালিচা আমার দ্রুত মাঠে ফেরার ব্যাপারে খুবই আশাবাদী।’
No comments