একাধিক বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী
একাধিক বিয়ে এবং সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় কটাক্ষের শিকার হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। দিয়েছেন তার একাধিক বিয়ে নিয়ে ওঠা সমালোচনার জবাব। তিনি স্পষ্টভাবে বলেন, প্রত্যেকের জীবনে সুখী হওয়া, নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। আমি কোনো কিছুতেই অন্যদের পছন্দের বাইরে যেতে চাই না। মানুষ কেন তিন-চারটি বিয়ে নিয়ে কথা বলবে, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি আরও বলেন, প্রেম নিয়ে আমি কখনো লুকোই না, তবে ভবিষ্যৎ নিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করি না। জীবন উপভোগ করতে চাই। সমাজের চোখ রাঙানি বা সমালোচনায় আমার কিছু আসে যায় না। আমি নিজেই সিদ্ধান্ত নেবো। এতদিনের ক্যারিয়ারে একাধিক বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা মন্তব্য ও আলোচনা উঠলেও শ্রাবন্তী নিজের মতো জীবন কাটানোর জন্য দৃঢ় মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, আমি যা করি তাতে আমি সুখী। অন্যদের কথায় আমি কখনোই আমার জীবন বদলাবো না। আমার মতামত পরিষ্কার, আমার জীবন আমি উপভোগ করবো।

No comments