অভ্যুত্থানের চক্রান্তে অভিযুক্ত প্রেসিডেন্ট জায়ের বলসোনারো
এছাড়া তার বিরুদ্ধে লুলা’কে বিষ খাওয়ানো এবং সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে ডি মরাইস’কে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়। এসব অভিযোগ অস্বীকার করেছেন বলসোনারো। তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এবার প্রসিকিউটরদের অভিযোগ বিবেচনা করবে। যদি অভিযোগ গৃহীত হয় তাহলে বলসোনারো ছাড়া আরো ৩৩জন বিচারের সম্মুখীন হবেন। ২০২২ সালের অক্টোবরের নির্বাচনে ব্যালট পেপারের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে ব্রাজিলের গণতন্ত্রকে ক্ষুণ্ন করার অভিযোগে তাকে ৮ বছর দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেয়া হয়। উল্লেখ্য, সামান্য ভোটের ব্যবধানে ওই নির্বাচনে জয়লাভ করেন লুলা। যদিও বলসোনারো কখনোই জনসম্মুখে তার পরাজয় স্বীকার করেননি। লুলা প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দুই দিন আগে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি জমান বলসোনারো। উল্লেখ্য, ২০২৩ সালের ৮ই জানুয়ারি তার সমর্থকরা রাজধানী ব্রাসিলাতে সরকারি ভবনে তাণ্ডব চালায়। ভবনের কিছু অংশে লুটপাট চালায়। ওই ঘটনায় পুলিশ ১৫০০ জন দাঙ্গাকারীকে আটক করে। তিন মাস আগে ফেডারেল পুলিশ একটি রিপোর্ট প্রকাশ করে। ওই রিপোর্টে বলসোনারোকে অভ্যুত্থানে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেন তারা। তিনি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে ওই প্রস্তাব তুলে ধরেন বলে দাবি করা হয় ওই রিপোর্টে। তার বিরুদ্ধে আনা অন্যতম অভিযোগ হলো বলসোনারো ও তার ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী ওয়াল্টার ব্রাগা নেটো ‘সশস্ত্র সন্ত্রাসী সংগঠন’ পরিচালনা করেন। ওই অভ্যুত্থান চক্রান্তে তিনি লুলা’কে বিষ প্রয়োগ ও অ্যাটর্নি-জেনারেল আলেকজান্দ্রে ডি মরাইস’কে গুলি করে হত্যার পরিকল্পনা করেন। এছাড়া বেসামরিক ও সামরিক সদস্যদের সঙ্গে মিলে তিনি ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যাতে পূর্ণাঙ্গতা না পায় সেই অপচেষ্টা চালান।
ব্রাজিলের মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, আদালত এ বছরের শেষে ওই বিচারের বিষয়ে অগ্রসর হবে। সরকার দলীয় সমর্থকেরা অবশ্য বলসানোরোর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়ার বিষয়টি উদযাপন করছেন এবং বলছেন, সাবেক ওই প্রেসিডেন্টের জন্য কারাগারই উপযুক্ত জায়গা। তবে বিরোধী দলীয়রা বলছেন, তিনি নিরপেক্ষ। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কী প্রভাব ফেলবে সেটিই এখন আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রেসিডেন্টের কার্যালয়ে কয়েক বছর দায়িত্ব পালন থেকে নিষিদ্ধ করা হলেও বলসোনারো এখনও ব্রাজিলে শক্ত রাজনৈতিক অবস্থান ধরে রেখেছেন। তিনি অবশ্য ওই বিচারকে তার এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
No comments