মর্মান্তিক!
গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও দু’জন হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন, মীর মোজাম্মেল নাঈম, মুস্তাসিন নাহিন ও জুবায়ের আলম শাকিব। তারা সবাই গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি)’র শিক্ষার্থী। জানা গেছে, সকালে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসি’র ডাবল ডেকার বাসে করে উপজেলার তেলিহাটী ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যান। তারা বিআরটিসি’র ডাবল ডেকার ৬টি, তিনটি মাইক্রোবাস নিয়ে আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে উত্তর পেলাইদ গ্রামের যেতে থাকে। বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে বিআরটিসি’র ডাবল ডেকার বাসটি বাজারের উপরে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। বাসে ৬০/৭০ জন যাত্রী ছিল। এদের মধ্যে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। একজন ঘটনাস্থলেই নিহত হন। বাকি দু’জনকে ময়মনসিংহ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছেন।
গাজীপুর কালিয়াকৈর সার্কেলের পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন জানান, তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখানে কারও অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন জানান, এ ঘটনায় তদন্ত কমিটির সদস্যরা এরই মধ্যে ঘটনাস্থলে গেছেন। তারা বিষয়টি তদন্ত করে তিন দিনের ভিতরে রিপোর্ট প্রদান করবেন।
No comments