ওয়েনাড়ে নতুন তারকা প্রিয়াংকা গান্ধী

রেকর্ড গড়লেন প্রিয়াংকা গান্ধী ভদ্র। মহারাষ্ট্রে দল যখন বাজে ফল করেছে, ঝাড়খণ্ডে পিছলে পড়ছিল তখন কেরালার ওয়েনাড়ে আসনে জ্বলজ্বল করে জ্বলে উঠেছেন গান্ধী পরিবারের তারকা। তিনি প্রিয়াংকা গান্ধী ভদ্র। এই আসনে এ বছর লোকসভা নির্বাচনে তার ভাই, লোকসভা নির্বাচনে বিরোধীদলীয় নেতা প্রিয়াংকার ভাই রাহুল গান্ধী যে ভোট পেয়েছিলেন, তাকেও অতিক্রম করে গেছেন প্রিয়াংকা। তাকে অনেক মানুষ তার দাদি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করেন। চেহারা, বেশভূষা, বাচনভঙ্গি সবই এক রকম। ভারতের রাজনীতিতে প্রিয়াংকার অংশগ্রহণ এতদিন কংগ্রেস নেতাদের প্রাণের দাবি ছিল। সেই দাবি পূরণে এবার আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। ওয়েনাড়ে আসনে চোখ বন্ধ করে জিতে এসেছেন। এবারের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ওয়েনাড়ে আসনে পেয়েছিলেন তিন লাখ ৬৫ হাজার ভোট। কিন্তু তার প্রায় দ্বিগুণ ভোটে নির্বাচিত হলেন প্রিয়াংকা। তিনি কমপক্ষে ৬ লাখ ১০ হাজার ভোটে জিতেছেন। ফলে তার ধারাকাছেও ঘেঁষতে পারেননি নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএরে সত্যায়ন মোকেরি। তিনি পেয়েছে দুই লাখ ৬ হাজার ভোট। এই আসনে পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন তারই ভাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু তিনি একইসঙ্গে কংগ্রেসের ঐতিহ্যবাহী আসন রায়বেরেলিতেও জয় পান। এই আসন রেখে ওয়েনাড়ে আসন ছেড়ে দেন রাহুল। এই আসনে প্রিয়াংকা গান্ধী ভদ্রসহ মোট ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, এই আসন থেকে প্রথমবার ২০১৯ সালে নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী। একই সময়ে তিনি আমেথি আসনে পরাজিত হয়েছিলেন। ফলে তখন তাকে এ আসনটি ধরে রাখতে হয়। কিন্তু এ বছর তিনি ওয়েনাড়ে এবং রায় বেরেলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে রায় বেরেলি আসনে নির্বাচন করেছিলেন তার মা সোনিয়া গান্ধী। তিনি এবার এ আসনটি ছেড়ে দেন। ফলে রাহুল রায় বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী হন দুটি আসনেই। এরমধ্যে রায়বেরেলি নিজের কাছে রেখে ওয়েনাড়ে আসন ছেড়ে দেন। সেখানেই প্রিয়াংকা গান্ধী সরাসরি উপনির্বাচনে প্রথম পা রাখেন। গত এক মাস ধরে তার জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রিয়াংকাকে বিজয়ী করতে প্রচারণা চালিয়েছেন রাহুল গান্ধী ও কংগ্রেসের সাবেক প্রধান সোনিয়া গান্ধী। তারা লক্ষ্য স্থির করেছেন এখানে কমপক্ষে ৫ লাখের বেশি ভোটে জয়ী হবেন প্রিয়াংকা। তাকে সমর্থন দিতে গিয়ে রাহুল গান্ধী ওয়েনাড়েকে উত্তম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যখনই লোকজন কেরালার কথা ভাবেন তখনই ওয়েনাড়ের কথা মাথায় আসতে হবে আগে। এটা হবে ওয়েনাড়ের জনগণের জন্য সুবিধার এবং এর অর্থনীতির জন্য মঙ্গল। বিশ্ব জানবে ওয়েনাড়ের সৌন্দর্য্য।
ওয়েনাড়ে আসনে নিবন্ধিত ভোটারের সংখ্যা কমপক্ষে ১৪ লাখ। তার মধ্যে শতকরা কমপক্ষে ৬৫ ভাগ মানুষ ভোট দিয়েছেন। তবে এ বছর এপ্রিলে লোকসভা নির্বাচনে এই আসনে ভোট দিয়েছিলেন কমপক্ষে ৭৪ ভাগ ভোটার। ২০১৯ সালে ভোট দিয়েছিলেন শতকরা ৮০ ভাগ ভোটার। শুধু ওয়েনাড়ে আসনে প্রিয়াংকা চমৎকার পারফরমেন্স করলেও তার কংগ্রেস দল মহারাষ্ট্রে পরাজিত হয়েছে। সেখানে একচেটিয়া জয়ের পথে বিজেপি। ২০১৯ সালে এখানে কংগ্রেস পেয়েছিল ৪৪ আসন। কিন্তু এবার তা কমে এসেছে ২২। তারা মোট ১০১ আসনের মধ্যে ২২টিতে এগিয়ে আছে।

mzamin
mzamin

No comments

Powered by Blogger.