পশ্চিমবঙ্গে অশান্তির আশঙ্কা প্রকাশ করে সবাইকে সাবধান হতে বললেন মমতা by সেবন্তী ভট্টাচার্য্য

বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পরেই ভারতের ওড়িশা রাজ্যের ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় 'ডানা'।  শহর কলকাতা থেকে দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলি সারাদিনই ভিজছে অঝোরধারায়। এমন দুর্যোগ পরিস্থিতিতে রাতভর নবান্নের কন্ট্রোল রুমে থেকে নজরদারি চালিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো পরিস্থিতিকে যুদ্ধকালীন তৎপরতায়  সামাল দেওয়ার জন্য প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কিন্তু একইসঙ্গে এদিন বারবার রাজ্যে অশান্তির আশঙ্কাপ্রকাশ করে সবাইকে সাবধান হতে বলেছেন তিনি।

সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন,  দুর্যোগের সুযোগ নিয়ে কেউ কেউ দুষ্টুমি করতে পারে, অশান্তির ছক হতে পারে। দাঙ্গার একটা পরিস্থিতি হয়েছিল। পুলিশ, গোয়েন্দাদের খুব সতর্ক থাকতে হবে। সামনে কালীপুজা, জগদ্ধাত্রী পুজা। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সীমান্ত থেকেও দুষ্টু লোক ঢুকতে পারে। তা যাতে না হয়, পুলিশকে বলছি, সেদিকে নজরদারি বাড়াতে হবে।”  

সাংবাদিক বৈঠক শেষ করার আগেও তিনি ফের এনিয়ে পুুলিশ, গোয়েন্দাদের সতর্ক করেন। বার বারই উল্লেখ করলেন রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারি চালাতে হবে।

এদিন মুখ্যমন্ত্রী বারবার ত্রাণ শিবিরে নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি বলেন 'দ্রুত দুর্যোগ কেটে যাবে। তবে সাধারণ মানুষের কাছে সবরকম পরিষেবা পৌঁছে দিতে যেন দেরি না হয়।’

রাজ্যের একাধিক প্রান্তে বৃহস্পতিবার দিনভর বৃষ্টির কারণে বেশকিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দ্রুত সে সব জায়গা পরিদর্শন করে মেরামতির নির্দেশ দেন তিনি। পাশাপাশি বৃষ্টির কারণে জমা পানিতে  ডেঙ্গি, ম্যালেরিয়া মোকাবিলায় পুরসভাগুলিকেই বাড়তি দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, লাগাতার বৃষ্টির কারণে এমনিতেই বন্যা পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে। তারওপর লাগাতার পানি ছেড়ে ডিভিসি পরিস্থিতি আরও খারাপ করে দিচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সরকারকেই নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গ  ভেসে গেলেও এক পয়সা দেওয়া হয় না।’

mzamin

No comments

Powered by Blogger.