বীর মুক্তিযোদ্ধা এলএমজি তাহের সংবর্ধিত
সাতকানিয়ায় সংবর্ধিত হলো বীর মুক্তিযোদ্ধা ও সাতকানিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার এলএমজি আবু তাহের।
মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষে সোমবার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধিত করেন সাতকানিয়া উপজেলা প্রশাসন।
আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া - লোহাগাড়া ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. অাবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।
প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহন করছেন, মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়ার কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা এল এম জি অাবু তাহের। উল্লেখ্য যে ইতিপূূর্বে তিনি সাহিত্যিক অাবুল ফজল সম্মাননা ও পেয়েছিল। সাতকানিয়া অাওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments