যুদ্ধের অবসানে কোনো সামরিক সমাধান নেই : ওয়াশিংটন
ইয়েমেন
যুদ্ধের অবসানে কোনো সামরিক সমাধান নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন বিশ্বাস করে, সঙ্কট সমাধানে দরকার আগ্রাসী কূটনীতি। তিনি বলেন,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বাস করে যে হুতি
বিদ্রোহীরা সৌদি আরবের ওপর হামলা বন্ধ করলে তাদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত
করার সুযোগ রয়েছে। কিন্তু সেজন্য তাদের সৌদি আরবের ওপর রকেট হামলা বন্ধ
করতে হবে।
২০১৫ সালের ২১ মার্চ হুতি বিদ্রোহীদের লক্ষ করে ইয়েমেনের
বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সৌদির-নেতৃত্বাধীন জোট। এরপর ওই জোটের বোমা
হামলায় কমপক্ষে ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া উদ্বাস্তু হয়েছেন ৩০
লাখেরও বেশি মানুষ। সৌদির বিমান হামলায় গত ১১ দিনেই ১৩৬ ইয়েমেনি নাগরিক
নিহত হয়েছে। ইয়েমেনে গত এপ্রিল থেকে অন্তত ১০ লাখ মানুষ কলেরায় আক্রান্ত
হয়েছে বলে সম্প্রতি জানিয়েছে রেডক্রস। সংস্থাটি বলছে, দেশটির ৮০ শতাংশের
বেশি মানুষের খাদ্য, জ্বালানি, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত
অস্বাস্থ্যকর খাদ্য ও পানীয়ের মাধ্যমে কলেরা ছড়িয়ে পড়ে। ইয়েমেনে কলেরায়
আক্রান্ত হয়ে এ পর্যন্ত অন্তত ২ হাজার ২২৭ জন মারা গেছে।
সূত্র : আলজাজিরা ও সিএনএন
সূত্র : আলজাজিরা ও সিএনএন
No comments