মিনিটে ভাঙলেন ১২২ নারিকেল
এক মিনিটে খালি হাতে ১২২টি নারিকেল ভেঙে বিশ্বরেকর্ড গড়েছেন এক ভারতীয়। এনডিটিভির শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কেরালা রাজ্যের বাসিন্দা অভীশ পি ডমিনিক এ রেকর্ড গড়েছেন। কত্যায়ম শহরে গত ফেব্রুয়ারিতে জনসম্মুখে ডান হাত দিয়ে এক মিনিটে ১২২টি নারিকেল ভাঙেন অভীশ। নারিকেল ভাঙার ওই ভিডিওটি গত বুধবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। ভিডিওটিতে দেখা যায়, দেয়ালের ওপর ১৪০টি নারিকেল সারিবদ্ধভাবে সাজানো ছিল। দর্শকদের সামনে অভীশ খালি হাতে তা ভাঙতে শুরু করেন। ৬০ সেকেন্ডে তিনি ১২২টি নারিকেল ভাঙতে সক্ষম হন। এর আগে এক মিনিটে খালি হাতে সর্বোচ্চ ১১৮টি নারিকেল ভাঙার রেকর্ড ছিল। আগের রেকর্ড ভাঙতে পেরে খুশি অভীশ বলেন, ‘আমি রেকর্ড ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার মতো প্রত্যন্ত গ্রাম থেকে আসা লোকদের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠানো একটা স্বপ্ন।’
No comments