উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপ
যুক্তরাষ্ট্রের
আহ্বানে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। উত্তর
কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরেই এই নিষেধাজ্ঞা আরোপ
করা হয় বলে বিবিসির খবরে বলা হয়েছে। এ নিয়ে দেশটির বিরুদ্ধে জাতিসংঘ
নিরাপত্তা পরিষদের ১০ম নিষেধাজ্ঞা। গত ২৯ নভেম্বরে উত্তর কোরিয়া একটি
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এবং এ ক্ষেপণাস্ত্র
যুক্তরাষ্ট্রের যে কোনও জায়গায় আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে। শুক্রবারের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা
অর্থনৈতিক নিষেধাজ্ঞার আরোপের প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।
নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে বৈঠকে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ ৯০ শতাংশ
কমানোর পদক্ষেপ নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে সাড়া দিয়েছে
উত্তর কোরিয়ার মিত্র হিসেবে পরিচিত চীন এবং রাশিয়াও। দেশটির পরমাণু
অস্ত্র কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে এই দুই দেশের সম্মতিও
মিলেছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালে বলেছেন,
সর্বসম্মতিক্রমে গৃহীত এই সিদ্ধান্ত পিয়ং ইয়ং-কে সেই বার্তাই দেয় যাতে
করে আবারো সীমা লঙ্ঘন করলে তারা আরও কঠিন শাস্তির মুখোমুখী হবে।
No comments