পাকিস্তানকে সতর্ক করলেন মাইক পেন্স
সন্ত্রাসীদের
আশ্রয়-প্রশ্রয় বন্ধ না করলে পাকিস্তানকে অনেক কিছু হারাতে হবে বলে সতর্ক
করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আকস্মিক সফরে
বৃহস্পতিবার অফগানিস্তান যান পেন্স। সেখানে তিনি মার্কিন সামরিক ঘাঁটি
‘বাগ্রাম এয়ার বেজে’ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে এক বক্তৃতায় পেন্স
দীর্ঘদিন ধরে তালেবান ও অন্য জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ তুলে
পাকিস্তানকে সতর্ক করেন। খবর ডনের। পেন্স বলেন, ‘ওইসব দিন শেষ হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতার কারণে পাকিস্তানের যেমন অনেক কিছু পাওয়ার
আছে তেমনি এভাবে অপরাধী ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হতে থাকলে তাদের
অনেক কিছু হারাতেও হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ওপর কড়া
নজর রাখছেন বলেও জানান তিনি। এই সফরে রাজধানী কাবুলে আফগানিস্তানের
প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং প্রধানমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গেও
সাক্ষাৎ করেন তিনি।
No comments