ভারত থেকে ফিরেই চট্টগ্রামে আসছেন কাদের


চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহতদের পরিবার ও আহতদের সমবেদনা জানাতে বুধবার চট্টগ্রামে আসছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে চট্টগ্রামের রীমা কমিউনিটি সেন্টারে মেজবান আয়োজক কমিটির অন্যতম সদস্য ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী।

সোমবার চট্টগ্রামের জামালখানের রীমা কমিউনিটি সেন্টারে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর মেজবানে পদদলিত হয়ে ১০ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এই ঘটনায় সোমবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীরকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এছাড়া রাত ১১টার দিকে নিহত ঝন্টু দাসের ভাই অরুন দাস চকবাজার থানায় অপমৃত্যুর মামলা করেন।

এদিকে কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ভারত সফরে গেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

No comments

Powered by Blogger.