আরএসএস প্রধানকে প্রেসিডেন্ট বানাতে মোদিকে কংগ্রেস নেতার চিঠি
দলীয়
অবস্থান ভেঙে ভারতের কর্ণাটকের কংগ্রেস নেতা ও সাবেক রেলমন্ত্রী জাফের
শরিফ দেশটির উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)
প্রধান মোহন ভগবতকে দেশের প্রেসিডেন্ট পদে সমর্থন দিয়েছেন। দেশের শাসক দল
বিজেপির আদর্শিক ঊর্ধ্বতন সংগঠন আরএসএস-এর প্রধানকে সমর্থনের বিষয়ে জাফের
শরিফ বলেন, তার দেশপ্রেম নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তিনি এই সমর্থনের
কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠিও লিখেছেন। এ খবর দিয়েছে
এনডিটিভি। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জাফর শরিফ বলেন, ‘ভারতে বিভিন্ন
ধরনের চিন্তাভাবনার শিবির রয়েছে। এ বিশাল দেশে এমনটা হওয়াটাই স্বাভাবিক।
শ্রী মোহন ভগবত এ ধরনেরই একটি শিবিরের লোক। কিন্তু তার দেশপ্রেম, ভারতবাসীর
প্রতি প্রেম ও জাতির প্রতি আনুগত্য নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়।’
জাফরের নিজ দল ও দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস অবশ্য স্পষ্ট করে দিয়েছে
যে, ভগবতকে ভারতের প্রেসিডেন্ট করার যেকোনো পদক্ষেপ তারা আটকে দেবে।
কংগ্রেসের মুখপাত্র গৌরব গগৈ বলেন, ‘এটি খুবই স্পষ্ট যে আমরা আরএসএস
ভাবাদর্শ সমর্থন করি না।’ এদিকে মহারাষ্ট্রে বিজেপির মিত্র ও আরেক
হিন্দুত্ববাদী দল শিব সেনা অবশ্য এ সপ্তাহে বলেছে যে, মোহন ভগবতকে ভারতের
পরবর্তী প্রেসিডেন্ট বানানোর ধারণা দারুণ। শিব সেনার সঞ্জয় রৌত বলেন,
‘পরিচ্ছন্ন ভাবমূর্তির কারো এ পদে বসা উচিত। আমরা শুনেছি, মোহন ভগবতের নাম
প্রেসিডেন্ট পদে আলোচিত হচ্ছে। যদি ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে হয়, তাহলে
ভগবত প্রেসিডেন্ট পদে ভালো পছন্দ।’ তবে ভগবত নিজে এ ধরনের গুজব উড়িয়ে
দিয়েছেন। ভগবত বলেন, এ ধরনের আলোচনাকে তিনি ‘বিনোদন’ মনে করেন। এ বছরের শেষ
দিকে প্রেসিডেন্ট পদে নির্বাচন হবে ভারতের পার্লামেন্টে। বর্তমান
প্রেসিডেন্ট প্রনব মুখার্জির পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৪শে জুলাই শেষ
হচ্ছে।
No comments